সানির সাবেক প্রেমিক ম্যাট এরিকসন এই ভিডিওটি অনলাইনে প্রকাশ করে লাভবান হতে চাইছেন। তাদের মধ্যে আংটি বদল হয়েছিল ২০০৭ সালে। ম্যাটের সঙ্গে দেখা হওয়ার আগে তিনি সমকামী হিসেবে একটি পর্ণো ছবিতে অভিনয় করেছেন। আংটি বদলের পর তিনি শুধু তার বয়ফ্রেন্ডের সঙ্গেই পর্ণো ছবিতে কাজ করেছেন। তাদের মধ্যে ছাড়াছাড়ি হয়ে যায় ২০০৮ সালে। সেই ছবিটিই এখন ইন্টারনেটে ঘুরপাক খাচ্ছে। লিয়ন অভিনীত আরো কিছু ছবি ম্যাট ডাউনলোড দিয়ে রেখেছেন তার ওয়েবসাইটে। সেগুলো শুধু অর্থের বিনিময়েই দেখা যাবে। তাদের অভিনীত ছবি ব্যাপকভাবে সফল হয়েছে। বিগ বস ৫’র জন্য ভারতে লিয়নের জনপ্রিয়তা অনেক বেড়ে গেছে। এই পর্ণো তারকার অভিনয়ের বিষয়ে সকলের আগ্রহ বেড়ে গেছে। ম্যাট হয়তো সেই সুযোগটাই নিতে চাইছেন। ম্যাটের সঙ্গে ছাড়াছাড়ি হয়ে যাওয়ার পর সানি নিজের প্রযোজনা প্রতিষ্ঠান খুলেছেন। অন্য পর্ণো ব্যবসায়ীদের সঙ্গে গড়ে তুলেছেন সুসম্পর্ক।
