রবিবার, ১১ ডিসেম্বর, ২০১১

সারদা পুলিশ একাডেমীতে ২৮ তম বিসিএস পুলিশ ব্যাচের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত

বাঘা নিউজ ডটকম, মিজানুর রহমান বিপ্লব, চারঘাট ১১ ডিসেম্বর : বাংলাদেশ পুলিশ একাডেমি সারদায় ২৮ তম বিসিএস(পুলিশ) ব্যাচের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। গতকাল রবিবার বেলা ১১.৩০ মিনিটে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রি শেখ হাসিনা কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে অভিবাদন গ্রহন  কুচকাওয়াজ পরিদর্শন করেন । মাননীয় প্রধানমন্ত্রী শিক্ষানবিস সহকারী পুলিশ সুপারদের উদ্দেশ্য মূল্যবান বক্তব্য রাখেন। বাংলাদেশ পুলিশ একাডেমিতে ২৮ তম বিসিএস(পুলিশ) ব্যাচে মোট ১৭৩ জন শিক্ষানবিস সহকারী পুলিশ সুপারদের এক বছর মেয়াদী মৌলিক প্রশিক্ষন গ্রহন করেন। প্রধানমন্ত্রি শেখ হাসিনা বিভিন্ন বিষয়ে ৩জন শ্রেষ্ঠত্ব অর্জনকারী প্রশিক্ষনার্থীদের মধ্যে পদক বিতন করেন। কুচকাওয়াজ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রি, মাননীয় প্রধানমন্ত্রীর বিদ্যুৎ জ্বালানী ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা, মাননীয় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী, মাননীয় মৎস্য ও প্রানী সম্পদ মন্ত্রী, মাননীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, মাননীয় বিদ্যুৎ প্রতিমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা, ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ জনাব হাসান মাহমুদ খন্দকার, বিপিএম, পিপিএম,এনডিসি, সারদা পুলিশ একাডেমির প্রিন্সিপ্যাল জনার মুহম্মদ আমিনুল ইসলাম ছাড়াও পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ, উদ্ধর্তন সামরিক/বেসামরিক কর্মকর্তাবৃন্দ, আমন্ত্রিত অতিথি, একাডেমির প্রশিক্ষক, প্রশিক্ষণার্থীদেও অভিভাবকবৃন্দ ও অন্যান্য প্রশিক্ষণার্থীগন উপস্থিত ছিলেন । বিভিন্ন বিষয়ে ৩জন শ্রেষ্ঠত্ব অর্জনকারী গন- বেষ্ট হর্সম্যানশিপ এওয়ার বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী জনাব মোঃ দেলোয়ার হোসেন, বেষ্ট একাডেমিক প্রোরপরম্যানশিপ এওয়ার বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী জনাব মাহমুদা আফরোজ লাকী ও বেষ্ট প্রোরবেশনার বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী জনাব একেএম মাহবুবুর রহমান।

Ruby