বাঘা নিউজ ডটকম, ১১ ডিসেম্বর : শনিবার রাত ৮টা ৩৫ মিনিট থেকে প্রায় ৪০ মিনিটের জন্য পৃথিবীর ছায়ায় ঢাকা পড়েছিল তার একমাত্র উপগ্রহ চাঁদ। রাজধানীর বিভিন্ন মাঠ থেকে টেলিস্কোপে এ পূর্ণ চন্দ্রগ্রহণ দেখার আয়োজন করে বিভিন্ন বিজ্ঞান সংগঠন। পৃথিবী তার কক্ষপথে ঘুরতে ঘুরতে সূর্য ও চাঁদের মাঝখানে একই সমতলে একই সরল রেখায় উপস্থিত হলে সূর্যের আলো কিছু সময়ের জন্য চাঁদের পিঠে পৌঁছাতে পারে না। ফলে ওই সময়টায় পৃথিবীবাসীর কাছে চাঁদ হয়ে যায় অন্ধকার। জ্যেতির্বিজ্ঞানের ভাষায় এটাই হলো চন্দ্রগ্রহণ।
যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা কেন্দ্র- নাসার তথ্য অনুযায়ী, এটা হবে এ বছরের দ্বিতীয় এবং শেষ পূর্ণ চন্দ্রগ্রহণ। শনিবার বিকেল ৫টা ৩৩ মিনিট ২৩ সেকেন্ডে শুরু হয় পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। চলে রাত ১০টা ৩০ মিনিট ১১ সেকেন্ড পর্যন্ত। রাত ৮টা ৩৫ মিনিটে শুরু হয় গ্রহণের পূর্ণ দশা। এ সময় তামাটে কয়েন আকৃতির চাঁদ দেখা যায় বাংলাদেশের সব জায়গা থেকে। রাত সোয়া ৯টায় গ্রাস পার হয়ে স্বরূপে ফিরতে শুরু করে চাঁদ। বাংলাদেশ ছাড়াও মধ্য এশিয়া এবং নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া থেকে এ পূর্ণ গ্রহণ দেখা যায়।
যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা কেন্দ্র- নাসার তথ্য অনুযায়ী, এটা হবে এ বছরের দ্বিতীয় এবং শেষ পূর্ণ চন্দ্রগ্রহণ। শনিবার বিকেল ৫টা ৩৩ মিনিট ২৩ সেকেন্ডে শুরু হয় পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। চলে রাত ১০টা ৩০ মিনিট ১১ সেকেন্ড পর্যন্ত। রাত ৮টা ৩৫ মিনিটে শুরু হয় গ্রহণের পূর্ণ দশা। এ সময় তামাটে কয়েন আকৃতির চাঁদ দেখা যায় বাংলাদেশের সব জায়গা থেকে। রাত সোয়া ৯টায় গ্রাস পার হয়ে স্বরূপে ফিরতে শুরু করে চাঁদ। বাংলাদেশ ছাড়াও মধ্য এশিয়া এবং নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া থেকে এ পূর্ণ গ্রহণ দেখা যায়।

