রবিবার, ১১ ডিসেম্বর, ২০১১

মা হচ্ছেন শিল্পা শেঠি

বাঘা নিউজ ডটকম, বিনোদন ডেস্ক ১১ ডিসেম্বর : মা হচ্ছেন শিল্পা শেঠি। টাইমস অব ইন্ডিয়ার খবরে জানা গেছে, সন্তানসম্ভবা হওয়ার বিষয়টি টুইটারের মাধ্যমে নিশ্চিত করেছেন শিল্পা। ২০১২ সালে মা হতে যাচ্ছেন তিনি। শিল্পার জীবনে বিষয়টি প্রথম হলেও তার স্বামী রাজ কুন্দ্রার কিন্তু ইতিমধ্যেই বাবা ডাক শোনার সৌভাগ্য হয়েছে। আগের সংসারের পাঁচ বছরের একটি কন্যাসন্তান রয়েছে রাজের। সন্তানের আকাঙ্ক্ষা থেকে বিয়ের আগেই রাজ-শিল্পার মুম্বই ফ্ল্যাটে অনাগত শিশুর জন্য বেডরুমও তৈরি করা হয়েছে। উল্লেখ্য, ২০০৯ সালের ২২শে নভেম্বর বিয়ের পরপরই শিল্পা শেঠি বলেছিলেন,  ছেলেমেয়ে ভরা হাসিখুশি একটি পরিবারই আমি চাই। কমপক্ষে দুটি সন্তান তো আমার চাই-ই চাই। বিয়ের দুই বছর পর শিল্পার সেই ঘোষণা সত্য হতে চলেছে।
Ruby