মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০১১

দেশের ক্ষমতা বদল হবে জনগণের ভোটে:প্রধানমন্ত্রী

বাঘা নিউজ ডটকম, ২০ ডিসেম্বর : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ক্ষমতাকে কেন্দ্র করে যারা ভোগ বিলাস করতে চায় তারাই ক্ষমতায় যাওয়ার জন্য দেশে অস্থিতিশীল পরিবশে সৃষ্টি করতে চাইছে। সকালে রাজধানীতে এসএমই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে তিনি প্রশ্ন রেখে বলেন, দেশের ক্ষমতা বদল হবে জনগণের ভোটে। মানুষ যাকে ক্ষমতায় বসাবে তারাই দেশ চালাবে। নির্বাচনের আগেই কেন এই তাণ্ডব? বোমাবাজি হামলা ভাঙচুর করে কেন পরিবেশ অস্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে? তিনি বলেন, আমরা কখনও জনগণের ভোট ছিনিয়ে নিতে চেষ্টা করিনি। দেশের অর্থ বিদেশে যারা পাচার করে দেশের ভাবমুর্তি ক্ষুন্ন করেছে তাদের বিচার যখন করা হচ্ছে, যুদ্ধাপরাধীদের বিচার যখন করা হচ্ছে তখনই বিরোধী দল বিচারে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। তিনি বলেন, অন্যায়ের প্রতিকার না করলে দেশ এগিয়ে যেতে পারে না। অতীতে যারা অন্যায় করেছে তাদের বিচার অবশ্যই হবে। আমরা দেশে সুস্থ রাজনীতির ধারা ফিরিয়ে আনতে চাই। এই জন্য আমরা ধৈর্য ধারন করছি। আমরা কাজ করতে এসেছি। ব্যবসা করতে আসিনি। প্রধানমন্ত্রী আশা প্রকাশ করে বলেন,  বাংলাদেশকে আমরা ২০২১ সালের মধ্যে একটি মধ্যম আয়ের দেশে পরিণত করতে চাই। এজন্য আমাদের শিল্প ও কৃষিতে উন্নয়ত করতে হবে।
Ruby