বৃহস্পতিবার, ৫ জানুয়ারী, ২০১২

নওগাঁয় নতুন আলু উঠলেও পুরাতন আলু নিয়ে বিপাকে কৃষক

বাঘা নিউজ ডটকম, মোঃ আককাস আলী, নওগাঁ প্রতিনিধি :: এবার নওগাঁ জেলায় আগাম জাতের নতুন আলু উঠলেও গত মৌসুমের পুরাতন আলু নিয়ে বিপাকে পড়েছে কৃষকেরা। অধিক মুনাফার আশায় হিমাগারে আলু রেখে এখন সে আলু কৃষকরা বিক্রি করতে পারছে না। হিমাগারে আলু রেখে বিপুল অংকের লোকসান গুনছে তারা। অস্বাভাবিক হারে আলুর দাম কমে যাওয়ায় অনেকেই হিমাগারে রাখা আলু তুলতে যাচ্ছে না। এতে শত শত বস্তা আলু হিমাগারে পড়ে রয়েছে। এদিকে নতুন আলু উঠতে শুরু করেছে। এখনই হিমাগার খালি করতে না পারলে নতুন আলু রাখা নিয়ে চরম বেকায়দায় পড়বে আলু চাষিরা। খোঁজ নিয়ে জানা গেছে, ১ লক্ষ ২০ হাজার বস্তা ধারণ ক্ষমতা সম্পূন্ন জেলার মহাদেবপুর উপজেলার একমাত্র হিমাগার ফয়েজ উদ্দীন কোল্ডষ্টোরে এবার কৃষক ও ব্যবসায়ীরা ৯৫ হাজার বস্তা আলু রাখেন। প্রতি বস্তা আলু ২শ ৫০ টাকা হারে ভাড়া নিয়ে এ হিমাগার কর্তৃপক্ষ আলু জমা রাখে। গত ২০ অক্টোবর থেকে আলু জমা রাখার মেয়াদ শেষ হলেও গত বুধবার পর্যন্ত— অনেক কৃষক ও ব্যবসায়ী তাদের রাখা আলু তুলতেই আসেনি। এতে শত শত বস্তা আলুতে গাছ গজিয়ে নষ্ট হয়ে যাচ্ছে।  দু’ একজন কৃষক ও ব্যাবসায়ী তাদের গাছ ওঠা আলু বের করে স্থানীয় মহিলা শ্রমিকদের দিয়ে বাছায়ের পর বাজারে বিক্রির চেষ্টা করছে। তবে বাছাই করা আলু তারা বিক্রি করতে পারছেনা। ক্রেতারা নতুন আলু কিনতেই আগ্রহী। জেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এবার জেলায় ১১ হাজার ৫’শ ৯০ হেক্টর জমিতে আলুর চাষ হয়েছে। এ পরিমান জমি থেকে এবার ৬০ হাজার ৮শ ১২ মেঃ টন আলু উৎপাদন হবে বলে আশা করছে স্থানীয় কৃষি বিভাগ।

Ruby