সোমবার, ৯ জানুয়ারী, ২০১২

বাংলাদেশ পলিটেকনিক শিক্ষক সমিতি (বাপশিস) এর পদবিন্যাস, চাকরী স্থায়ীকরণ সহ ৮ দফা দাবীতে রাজশাহীতে সংবাদ সম্মেলন

বাঘা নিউজ ডটকমঃ আট দফা দাবী জানিয়ে রবিবার রাজশাহীতে সংবাদ সম্মেল করেছে বাংলাদেশ পলিটেকনিক শিক্ষক সমিতি (বাপশিস) ও বাংলাদেশ পলিটেকনিক শিক্ষক পরিষদ (বাপশিপ) । কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে সকাল রাজশাহী পলিটেকনিক ইনাষ্টিটিউটে হিসাবে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে  প্রভাষক থেকে অধ্যাপক পর্যন্ত পদবিন্যাস, ৫০ বছরের বেশি বয়সী শিক্ষকদের চাকরি স্থায়ীকরণ, জরুরী পদন্নতি ও নিয়োহের মাধ্যমে শূন্য পদ পুরণ, ২য় সিফট সন্মানী মূল বেতনের ১০০% করা প্রকল্পভুক্ত সকল শিক্ষক কর্মচারীর বেতন রাজস্ব খাতে অন্তবুক্ত করা, চার বছর মেয়াদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সে ১৭৬টি নতুন পদে রাজস্ব খাত তৈরি, শূন্য পদে শিক্ষক নিয়োগ, প্রাপ্য সিলেকশন গ্রেড, টাইমস্কেল ও পদোন্নতি প্রদান, শিক্ষার্থীদের বৃত্তির কোটা শতভাগ করা এবং পাস করা শিক্ষার্থীদের চাকরির সুযোগ দেওয়ার দাবি উপস্থাপন করা হয়। এই সাথে মাসব্যাপী কর্মসূচী ঘোষনা করা হয়। কর্মসূচীর মধ্যে রয়েছে, মানববন্ধন, সভা, প্রাধানমন্ত্রীবে স্মারকলিপি, সংসদ সদস্যদের কাছে খোলা চিাঠ, প্রতিবাদ সভা ও সর্বশেষ আগামী ১৪ থেকে ১৬ ফেব্র“য়ারী বেলা ১১ টা থেকে দুপুর ২টা পর্যন্ত প্রতিক কর্মবিরতি পালন। রবিবারের সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সিভিল বিভাগের প্রধান আব্দুর রাজ্জাক। উপস্থিত ছিলেন, রাজশাহী পলিটেকনিক ইনাষ্টিটিউটে ভারপ্রপ্ত অধ্যক্ষ আব্দুল জলিল খন্দকার, শিক্ষক সমিতির সভাপতি জিল্লুর রহমান, শিক্ষক পরিষদ-এর সভাপতি আজিজুল হক।
Ruby