সোমবার, ২ জানুয়ারী, ২০১২

আর্কিমিডিস বলেছিলেন সোনার মুকুটটাতে খাদ আছে । আমরা আজও সেই কথা বিশ্বাস করি । আমি বলছি উত্তরটা ভুল নয় কি ?

বাঘা নিউজ ডটকম, একই ওজনের দুটি জিনিস হাতের কাছে রাখলাম । একটি পাত্রে নির্দিষ্ট পরিমাণ জলও রাখলাম । এবার একটি জিনিস ঐ জলের মধ্যে রাখলাম । দেখা গেলো কিছুটা জল উপচে পাত্রের বাইরে পড়লো। উপচে পড়া জলের ওজন করলাম । এরপর পাত্রটিতে আবার নির্দিষ্ট পরিমাণ জল রাখলাম । তারপর একই ওজনের দ্বিতীয় জিনিসটি ঐ জল ভরা পাত্রে রাখলাম । কিছুটা জল উপচে পাত্রের বাইরে পড়লো । এই উপচে পড়া জলটার ওজন করলাম । দেখা গেলো উভয়ক্ষেত্রে উপচে পড়া জলের ওজন সমান।
দুটি জিনিসের ওজন একই হলে,জিনিস দুটি কি সম পরিমাণ জল অপসারণ করবে ?
বিজ্ঞানী আর্কিমিডিসকে রাজা প্রশ্ন করেছিলেন -সোনার মুকুটটাতে কোন খাদ আছে কিনা । আর্কিমিডিস মুকুটের ওজনের সোনা নিয়ে এলেন । তারপর একটি পাত্রের নির্দিষ্ট পরিমাণ জলে একবার মুকুটটাকে ডোবালেন ।আবার ঐ পাত্রের নির্দিষ্ট পরিমাণ জলে মুকুটের ওজনের সোনা ডোবালেন । দুটি ক্ষেত্রে উপচে পড়া জলের ওজন নিয়ে দেখা গেলো , প্রথম ক্ষেত্রে উপচে পড়া জলের ওজন ,আর দ্বিতীয় ক্ষেত্রে উপচে পড়া জলের ওজনের মধ্যে তফাৎ আছে । আর্কিমিডিস বললেন মুকুটটার মধ্যে খাদ আছে তাই মুকুটটি জলে ডোবানো হলে কম পরিমাণ জল পাত্রের বাইরে উপচে পড়লো । অথচ মুকুটের সমান ওজনের সোনা ঐ একই পরিমাণ জলের মধ্যে ডুবিয়ে দেখা গেলো এখানে বেশী পরিমাণ জল উপচে পড়লো ।
আর্কিমিডিসের নাম আমরা সবাই জানি । আর্কিমিডিস যে বললেন মুকুটটাতে খাদ আছে , এটা কি ঠিক ?
আমার মনে হলো উত্তর ভুল। সমান ওজনবিশিষ্ট দুটি জিনিস পর পর
কোন পাত্রের নির্দিষ্ট পরিমাণ জলে ডোবালে সম পরিমাণ জল উপচে পড়বে না কেন?
কিন্তু আকৃতির কথা বললে ভাবতে হবে । কি ভাববো ? লোহার জাহাজ জলে ভাসবে, কিন্তু জাহাজের ওজনের সম পরিমাণ লোহার বল জলে ডুবে যাবে ।
কিন্তু দুটোকেই জলে ডোবালে কি সম পরিমাণ জল অপসারণ করবে না ?

আর্কিমিডিসের সূত্রঃ- কোন বস্তুকে তরল পদার্থে নিমজ্জিত করলে বস্তুটি কিছুটা ওজন হারায় । এই ওজনের পরিমাণ অপসারিত তরল পদার্থের ওজনের সমান ।
যখন বস্তুর ওজন অপসারিত তরল পদার্থের ওজনের চেয়ে কম, তখন বস্তুটি ভাসে। আর যখন বস্তুর ওজন অপসারিত তরল পদার্থের ওজনের চেয়ে বেশী,তখন বস্তুটি ডুবে যায় ।
আমরা জেনেছি বাতাসে বস্তুর যা ওজন, জলের মধ্যে সেই বস্তুর ওজন কমে যাবে।
বাতাসে একই ওজনের সোনা , তামা , পিতল নেওয়া হলো । এই তিনটি জিনিসকে জলে ডোবালে তিনটি ধাতুর ওজন কি তিন রকম হবে ?
Ruby