সোমবার, ২ জানুয়ারী, ২০১২

ধামইরহাটে ধান ও খড়ের গাদায় অগ্নিকান্ড লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

বাঘা নিউজ ডটকম, মোঃ আককাস আলী, নওগাঁ প্রতিনিধি :: ধামইরহাটে ধান ও খড়ের গাদায় অগ্নিকান্ডে লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। জানা গেছে,রোববার গভীর রাতে উপজেলা ক্যাম্পাসের সন্নিকটে মৃত আব্দুল লতিফের ছেলে আবু কালামের বাড়ীর খলিয়ানে থাকা ২ বিঘা জমির ধানের গাদা ও ৭ বিঘা জমির খড়ের গাদায় কে বা কাহারা আগুন দিয়ে পুড়ে ভস্মিভূত করে। প্রকৃতির ডাকে বাড়ীর বাইরে আসা পার্শবতী  (জামাই) দুলাল এ ঘটনা দেখতে পেয়ে ডাক চিৎকার করলে বাড়ীর মালিক আবু কালাম বের হয়ে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখে দিশেহারা হয়ে পড়ে। আগুনের লেলিহান শিখার তীব্রতা এতই বেশি ছিল যে, এলাকাবাসীর পক্ষে তা নিয়ন্ত্রনে আনা সম্ভব হয়নি। মুহুর্তের মধ্যেই সব পুড়ে ভস্মিভূত হয়ে প্রায় ১ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। এ ব্যপারে আবু কালাম বাদী হয়ে ধামইরহাট থানায় একটি সাধারন ডায়রী করে।
মহাদেবপুরে পুলিশের অভিযানে মটর সাইকেল উদ্ধার গ্রেফতার ৩
মোঃ আককাস আলী, নওগাঁ প্রতিনিধি ঃ
 নওগাঁর মহাদেরপুর থানা পুলিশ রবিবার রাতে অভিযান চালিয়ে মটরসাইকেল চুরির ৩ হোতাকে গ্রেফতার করেছে। মহাদেবপুর থানার ওসি মাহমুদুল আলম জানান, থানার এস আই অর্পণ দাস ও নওহাটা পুলিশ ফাঁড়ি ইনচার্জ এস আই অনু ইসলাম সঙ্গীয় ফোর্স সহ উপজেলার চেরাগপুরগ্রামে অভিযান চালিয়ে আব্দুল মজিদ মন্ডলের পূত্র শান্ত , নওহাটা ফাঁড়ি এলাকা থেকে হর্ষি গ্রামের মৃত ইসমাইল হোসেনের পুত্র জাহিদ হোসেন রিপু (৩৫), ও আজিপুর গ্রাম থেকে বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলার দমদমা গ্রামের আজগর আলীর পুত্র মাহবুর রহমান(৩৫) নামে ৩ যুবককে আটক করে। শান্তকে ব্যাপক জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্য মতে জাহিদ হোসেন রিপুর নিকট থেকে ১টি মটরসাইকেল উদ্ধার করে। অপর দিকে মটরসাইকেল চুরির সাথে জরিত থাকার সন্ধেহে উপজেলার খোর্দ্দকালনা গ্রামের দানেজ উদ্দীনের পূত্র ও উপজেলার লক্ষীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুইটকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়। আটককৃতদের বিরুদ্ধে মটরসাইকেল চুরির ঘটনায় ও চুরি হয়ে যাওয়া মটরসাইকেল ফিরিয়ে দেওয়ার নামে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়ে আতœসাৎ করার অভিযোগ রয়েছে।
Ruby