রবিবার, ৮ জানুয়ারী, ২০১২

রাজশাহীর মাদক পরিস্থিতি নিয়ে মেয়রের ক্ষোভ, সরকারের পাশাপাশি বেসরকারি সংগঠনগুলোকে এগিয়ে আসার আহ্বান

বাঘা নিউজ ডটকমঃ রাজশাহীর মাদক পরিস্থিাতিতে উদ্বেগ প্রকাশ করে সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেছেন, সমাজের প্রতি রন্ধে রন্ধে মাদক প্রবেশ করেছে। কিন্তু মাদক প্রতিরোধে যতেষ্ট উদ্যোগ নেয়া হচ্ছে না। এ ব্যপারে পুলিশ প্রশাসনও তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করছে না। এমতবস্থায় সমাজকে মাদকের নীল ছোবল খেকে বাঁচাতে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি উন্নয়ন সংগঠনগুলোকেও এগিয়ে আসতে হবে। সকলকে ঐক্যবদ্ধবাবে মাদকের বিরুদ্ধে সমাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। রাজশাহী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে রোববার মাদকবিরোধী এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মেয়র এসব কথা বলেন। বেসরকারি উন্নয়ন সংগঠন গ্যাডো বাংলাদেশ ফাউন্ডেশন এ আলোচনা সভার আয়োজন করে। মেয়র তার বক্তব্যে বলেন, মাদক কীভাবে কোন পথে রাজশাহীতে ঢুকছে, কোথায় এর হাট-বাজার বসছে, সবই জানে পুলিশ প্রশাসন ও মাদক নিয়ন্ত্রণ অধিদফতর। কিন্তু তারা কেউই কিছু না করে উট পাখির মতো মাথা গুঁজে বসে থাকছে। রাজশাহী অঞ্চলে মাদকের বিস্তার রোধে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান মেয়র লিটন। আলোচনা সভার পূর্বে মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন নগরীর কুমাড়পাড়ায় গ্যাডো বাংলাদেশ ফাউন্ডেশনের রাজশাহী জোনের অফিস উদ্বোধন করেন। এসময় ফাউন্ডেশনের শীর্ষস্থানীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন। রাজশাহী অঞ্চলে মাদকের বিস্তার রোধে যথাসাধ্য কাজ করা হবে বলে গ্যাডোর কর্মকর্তারা মেয়রকে অবহিত করেন। গ্যাডো বাংলাদেশ ফাউন্ডেশনের রাজশাহী জোনাল প্রতিনিধি আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যেও মধ্যে বক্তব্য রাখেন- ফাউন্ডেশনের চেয়ারম্যান সৈয়দ জাহিদ হোসেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের অতিরিক্ত পরিচালক আবু বক্কর সিদ্দীক, গ্যাডো বাংলাদেশ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক দীপক কুমার কর্মকার, তথ্য ও গবেষণা পরিচালক সাজেদুল হক বকুল, অর্থ পরিচালক নাহিদ খান, পরিচালক মাহফুজুর রহমান বেঞ্জু, রংপুরের জোনাল প্রতিনিধি এএইচএম রেজাউর রহমান রিপন প্রমুখ।
Ruby