এলাকাবাসী জানায়, গৌরী পুর গ্রামের মৃত আমির উদ্দীনের পুত্র আলাউদ্দীন প্রায় ১০/১৫ বছর পুর্বে ওই গ্রামের স্কুল মোড়ে ১২ শতাংশ জমি একই গ্রামের দাতা লিয়াকত আলী ও মজিবর রহমানের নিকট থেকে ক্রয় করে সেখানে দোকান ঘর নির্মাণ করে ভোগদখল করে আসছিল। সম্প্রতি একই গ্রামের প্রতিপক্ষ আব্দুল খালেক, কমির উদ্দীন,ও মজির উদ্দীন মন্টু গং ওই জমির মালিকানা দাবীসহ বিভিন্ন সময়ে ব্যবসায়ী আলাউদ্দীনের ওপর মামলা হামলা করতে থাকে বর্তমানেএ নিয়ে আদালতে উভয় পক্ষের একাধিক মামলা মোকর্দমা রয়েছে ।
ঘটনার দিন সকালে স্থানীয় দু প্রভাবশালী নেতার মদদে কমির উদ্দীন ও মন্টু গংয়ের লোকজনেরা সংঘঠিত হয়ে প্রকাশ্য ঘন্টা কাল ব্যাপী ব্যবসায়ী আলাউদ্দীনের দোকান ঘর ভাঙচুরসহ মালামাল লুটপাট চালিয়ে অরাজগতার সৃষ্টি করে বিপুল পরিমানের ক্ষতিসাধণ করে। ভাঙচুরকৃত দোকানের আসবাবপত্র ও মালামাল ঘটনাস্থল থেকে সরিয়ে পাশের পুকুরে নিক্ষেপের সময় আলাউদ্দীনের স্কুল পড়–য়া ছেলে জাহাঙ্গীর হোসেন (১৬) ঘটনাস্থলে গিয়ে প্রতিবাদ করলে প্রতিপক্ষের আব্দুল খালেক তার হাতের ধারলো হাসুয়া দিয়ে ওই ছাত্রের বাম পায়ে এলোপাতাড়ি কুপিয়ে তাকে গুরুতর জখম করে। রক্তাক্ত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের ভর্তি করা হয়েছে।