মঙ্গলবার, ২৪ জানুয়ারী, ২০১২

বাঘায় ১২২৪ টিউবয়েলে আর্সেনিক : রোগে আক্রান্ত ৯৯ জন

আমানুল হক আমান , নিজস্ব প্রতিবেদক :: রাজশাহীর বাঘায় ১ হাজার ২২৪ টিউবয়েলে আর্সেনিক পাওয়া গেছে। এরোগে আক্রান্ত ৯৯ জন ব্যাক্তিকে চিকিৎসা দেওয়া হচ্ছে। গতকাল সোমবার বিকেলে উপজেলা হল রুমে আর্সেনিক রোগ নির্নয় বিষয়ক কর্মশালায় এ তথ্য জানানো হয়। কর্মশালায় উপজেলা নির্বাহী কর্মকর্তা শহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান বয়েজুল ইসলাম খাঁন। বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নুরুল ইসলাম, রিসোর্স কর্মকর্তা ডাঃ আকবর হোসেন, অধ্যক্ষ আঃ রাজ্জাক, অধ্যক্ষ আঃ কাদের, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আশরাফূল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা রফিকুল ইসলাম, ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, ফকরুল হাসান বাবলু, তোফাজ্জল হোসেন জান্নাত, আশরাফ আলী মলিন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ খালেক সরকার, বাঘা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনজারুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে জনস্বাস্থ্য প্রকৌশলী আখতার রশীদ উপজেলার ৬টি ইউনিয়ন ও ১ টি পৌরসভার ১৭ হাজার ৯৫৭টি টিউবয়েল পরীক্ষা শেষে ১ হাজার ২২৪টি আর্সেনিক যুক্ত টিউবয়েল পাওয়া গেছে বলে তথ্য দেন। একই সাথে আর্সেনিকোসিস রোগে আক্রান্ত ৯৯ জন ব্যক্তিকে চিকিৎসা দেওয়া হচ্ছে বলেও জানানো হয়।
Ruby