রবিবার, ২২ জানুয়ারী, ২০১২

দ্রত যুদ্ধাপরাধীদের বিচার কার্যকর হোক এ প্রত্যাশা গনেসের

বাঘা নিউজ ডটকম, মোঃ আককাস আলী, নওগাঁ প্রতিনিধি :: নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলা সদরের ফাজিলপুর গ্রামের মৃত লক্ষন মন্ডলের ছেলে গনেস মন্ডল (৬০) এর প্রত্যাশা দ্রত যুদ্ধাপরাধীদের বিচার কার্যকর হোক। ১৯৭১ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে দাফনের কাপড় মাথায় বেধে ঝাপিয়ে পড়েছিলাম মুক্তিযুদ্ধে। সেই মহান ব্যক্তির ডাকে মৃত্যুর তাবিজ গলায় ঝুলিয়ে ঝাপিয়ে পড়িয়ে ছিলাম এদেশকে স্বাধীন করার জন্য। ফিরে তাঁকাইনি বাবা-মা, আত্য্রীয়-স্বজন, পাড়া-প্রতিবেশীদের চোখের জলে ভাসা মূহূর্ত। মাঠে-ঘাটে কাজ করে, দারিদ্রকে হার মানিয়ে পরিবার পরিজনদের নিয়ে কোন রকমনে জীবিকা নির্বাহ করে ও নিজেকে সুখি ভাবলেও মনের মধ্যে চাড়া মারে কবে যুদ্ধাপরাধীদের বিচার দেখতে পাব সেই প্রহরের প্রতিক্ষায় আর কতদিন থাকতে হবে। আওয়ামী সরকার নির্বাচনি ইসতেহারে বলেছেন যুদ্ধাপরাধীদের বিচার বাংলার মাটিতে হবে। সেই লক্ষ্যে বর্তমান সরকার যুদ্ধাপরাধীদের বিচার কার্য শুরু করলেও খোলস পড়া এক শ্রেণীর রাজাকার আলবদর এই বিচার কার্য ভুন্ডল করার জন্য মরিয়া হয়ে উঠেছে। যুদ্ধাপরাধীদের বিচার যাতে না হয় তার জন্য ওইসব খোলস পড়া লোকেরা ইতিমধ্যে দলের মধ্যে ঢুকে নড়া-চড়া শুরু করেছে। তাদের প্রতিহৃত করতে মুক্তিযোদ্ধাদের সর্জাগ থাকার আহবান জানান মুক্তিযোদ্ধা গনেস মন্ডল। তিনি কান্না জরিত কণ্ঠে এ প্রতিনিধিকে জানান, বঙ্গঁবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীন দেশ উপহার দিয়েও তাঁকে মরতে হয়েছিল ঘাতকদের হাতে। সেই ঘাতকেরা আজও দেশের মধ্যে ষড়যন্ত চালিয়ে যাচ্ছে। তিনি বলেন, স্বাধীনতার ৪০বছর পেরিয়ে গেলেও এদেশের জনগনের মধ্যে দেশত্ববোধ না থাকায় দেশের উন্নয়ন হয়নি, চক্রান্তকারীরা চক্রান্তের জাল বুনেই যাচ্ছে। তাদেরকে প্রতিহৃত করতে দেশপ্রেমিকেরা যদি এগিয়ে না আছে তাহলে দেশের উন্নয়ন সম্ভব নয়। মুক্তিযোদ্ধা গনেস মন্ডল প্রকৃত দেশ প্রেমিকদের মূল্যায়ন করার জন্য প্রধান  মন্ত্রী শেখ হাসিনা সরকারের নিকট আকুল আবেদন এবং এ সরকারের আমলেই যুদ্ধাপরাধীদের বিচার কার্য শেষ করার জন্য জোরালো দাবী জানান।
Ruby