শনিবার, ১৪ জানুয়ারী, ২০১২

নওগাঁর বরেন্দ্র অঞ্চলের কৃষকরা কনকনে শীত উপেক্ষা করে বোরো চাষে মাঠে নেমেছেন

বাঘা নিউজ ডটকম, মোঃ আককাস আলী, নওগাঁ প্রতিনিধি :: উত্তরাঞ্চলের শস্যভান্ডার খ্যাত নওগাঁর মহাদেবপুরসহ বরেন্দ্র অঞ্চলের কৃষকরা এবার ১ লক্ষ ৯৩ হাজার ৬২৪ হেক্টর জমিতে বোরো চাষের লক্ষ্য নিয়ে কনকনে শীত উপেক্ষা করে মাঠে নেমেছেন। সদ্য গোলায় তোলা রোপাআমনের ফলন ভাল পেলেও দাম ভাল না পাওয়ায় কৃষকরা লোকসানের মুখে পড়েছেন। বোরো চাষের মাধ্যমে লোকসান কাটিয়ে ওঠার বুক ভরা আশা নিয়ে বরেন্দ্রের কৃষকরা এবার অধিক পরিমাণ জমিতে বোরো চাষের প্রস্তুতি ব্যাপক নিয়েছেন। গভীর নলকূপগুলো এখনো পুরোপুরি চালু না হলেও অনেক মাঠে মাঠে শ্যালো ইঞ্জিন বসিয়ে পানি সেচের মাধ্যমে বোরো রোপন শুরু করেছেন কৃষকরা। বরেন্দ্র অঞ্চলের মহাদেবপুর, পোরশা, সাপাহার ও নিয়ামতপুর উপজেলার বিভিন্ন মাঠ ঘুরে দেখা গেছে, এসব এলাকার বিস্তীর্ণ মাঠে চলছে বোরো চাষের ধুম। ঘন কুয়াশা ও শৈত্য প্রবাহের কারণে কনেকনে শীত পড়লেও সে শীত উপেক্ষা করে কৃষকরা বোরোচাষ শুরু করেছেনে। মৌসুমের শুরুতেই বিদ্যুতের ঘন ঘন লোডশেডিং ও ডিজেলের মূল্য বৃদ্ধিতে কৃষকরা কিছুটা ভাবনায় পড়েছেন। কয়েক দফা বৃদ্ধির পর প্রতি লিটার ডিজেলের মূল্য এখন দাড়িয়েছে ৬১.১০ টাকা। তবে গ্রামাঞ্চলে এ দামে ডিজেল মিলছে না। সরকার নির্ধারিত দামের চেয়ে গ্রামাঞ্চলে বেশি দামে ডিজেল বিক্রি হচ্ছে বলে অভিযোগ উঠেছে। পোরশা উপজেলার বিশইল গ্রামের কৃষক ভোলানাথ চন্দ্র বর্মণ জানান, প্রতি লিটার ডিজেল ৬৩ টাকায় কিনতে হচ্ছে। শিরাজপুর গ্রামের কৃষক আলম আলী জানান, ডিজেলের মূল্য বৃদ্ধিতে বোরোর উৎপাদন খরচ বৃদ্ধি পাচ্ছে। এদিকে বিগত বছরগুলোতে জানুয়ারীর দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু করে ফেব্রুয়ারীর প্রথম সপ্তাহ পর্যন্ত এসব এলাকায় বোরো রোপন করা হতো। কিন্তুু এবার এসব এলাকায় জানুয়ারীর প্রথম সপ্তাহ থেকেই বোরো রোপন শুরু হয়েছে। স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, বরেন্দ্র অঞ্চলের মহাদেবপুর, পতœীতলা, পোরশা, নিয়ামতপুর, ও সাপাহারসহ ১১ উপজেলায় এবার ১ লাখ ৯৩ হাজার ৬ ২৪ হেক্টর জমিতে বোরো চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
Ruby