বৃহস্পতিবার, ৫ জানুয়ারী, ২০১২

স্কয়ার প্রতিষ্ঠাতা স্যামসন এইচ চৌধুরী আর নেই

বাঘা নিউজ ডটকম :: স্কয়ার গ্রুপের চেয়ারম্যান স্যামসন এইচ চৌধুরী মারা গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর। সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি আজ বৃহস্পতিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্যামসন এইচ চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। স্কয়ার হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা.সানোয়ার হোসেন জানান,স্যামসন এইচ চৌধুরী সিঙ্গাপুরের রাফেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকাল সোয়া দশটায় মারা যান। তিনি ফুসফুসের সমস্যাসহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। গত ২৭ ডিসেম্বর তিনি উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর যান। এর আগে গত ৬ মাস ধরে ঢাকার স্কয়ার স্কয়ার হাসপাতালে অধ্যাপক ডা.সানোয়ারের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন।
স্কয়ার গ্রুপের টিভি চ্যানেল মাছরাঙ্গা’র বিশেষ বুলেটিনে এ খবর নিশ্চিত করা হয়। স্যামসন এইচ চৌধুরীর জন্ম ১৯২৬ সালের ২৫ ফেব্র“য়ারি পাবনার আতাইকুলা গ্রামে। বাবা ছিলেন ডিসপেনসারির মেডিক্যাল অফিসার। স্যামসনও ব্যবসায় আসেন ওষুধ শিল্পের মাধ্যমে। ভারতে পড়ালেখা শেষ করে ১৯৫২ সালে গ্রামে ফিরে ছোটো একটি ওষুধের দোকান খোলেন তিনি। পরে চার বন্ধু মিলে ১৯৫৮ সালে গড়ে তোলেন স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড। স্যামসন এইচ চৌধুরীর অক্লান্ত চেষ্টায় স্কয়ার ফার্মাসিউটিক্যালের পাশাপাশি প্রসাধনসামগ্রী, টেক্সটাইল, কৃষিপণ্য, তথ্যপ্রযুক্তি, স্বাস্থ্যসেবা ও মিডিয়াতেও বিতৃত হয় স্কয়ার। বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে স্কয়ারের পণ্য। তার মৃত্যুতে শোক প্রকাশ করেন অর্থ মন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
Ruby