মঙ্গলবার, ৩ জানুয়ারী, ২০১২

সিংড়ায় সবুজ হত্যার সাথে জড়িত সন্দেহে দুইজনকে গনপিটুনি নিহত ১,স্ত্রীসহ আটক ৩

বাঘা নিউজ ডটকম, আকতার হোসেন অপূর্ব নাটোর প্রতিনিধি :: নাটোরের সিংড়ায় জামতলি-বিনগ্রামে মটর সাইকেল চালক শফিকুল ইসলাম সবুজ (২৪) কে কুপিয়ে হত্যার ঘটনায় মামলার আসামী স্ত্রী রাহিমা খাতুন (১৮) কে আটক করেছে পুলিশ। এছাড়া সবুজ হত্যা সন্দেহে দুইজনকে গণ পিটুনি দিয়েছে এলাকাবাসী। আশংকা জনক অবস্থায় তাদেরকে পুলিশ পাহারায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার বিকালে উপজেলার বিনগ্রাম বাজারে স্থানীয় জনতারা শফিকুল ইসলাম সবুজ হত্যাকারী হিসাবে ওই দুইজনকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে। মঙ্গলবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে আরও একজনকে গ্রেফতার করেছে সিংড়া থানা পুলিশ। 
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, শনিবার রাতে উপজেলার বিনগ্রাম বটতোলা নামকস্থানে শফিকুল ইসলাম সবুজকে কুপিয়ে হত্যা করে র্দূবৃত্তরা। এঘটনায় নিহতের পিতা আব্দুল জলিল উদ্দিন বাদী হয়ে শফিকুলের স্ত্রী রাহিমা খাতুনকে আসামী করে ৪জনসহ আরও ৪/৫অজ্ঞাত করে একটি হত্যা মামলা দায়ের করেন। সোমবার সিংড়া থানা পুলিশ সবুজের স্ত্রী রাহিমা খাতুন (১৮) কে আটক করে। এদিকে সবুজ হত্যা কাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগে সোমবার বিকালে বিনগ্রামের আবুল কাশেমের ছেলে রুহুল আমীন ওরফে রুহুল (৪০) এবং দেউগাছাড়া গ্রামের মৃত মহব্বত প্রামানিকের ছেলে সাইকেল মেকার বাবু (৫০) কে গণপিটুনী দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। পরে সিংড়া থানা পুলিশ আশংকা জনক অবস্থায় তাদেরকে উদ্ধার করে পুলিশি পাহারায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে।
সিংড়া থানার উপ-পরিদর্শক সৈকত হাসান জানান, দেউগাছা গ্রামের বাবু মেকারের নির্দেশে কিলার রুহুল আমীন ও একই গ্রামের হাচেন মিস্ত্রির ছেলে হাসানসহ ২০হাজার টাকার বিনিময়ে হত্যা করেছে বলে স্থানীয় হাজার হাজার জনতাদের মাঝে রুহুল স্বীকার করেছে। সবুজ হত্যার ঘটনার পর থেকেই হাসান পলাতক ছিলো। এঘটনায় স্থানীয় জনতারা ক্ষূদ্ধ হয়ে ওই দুইজনকে গণপিটুনী দেয়। পরে পুলিশ তাদের দু’জনকে আহত অবস্থায় উদ্ধার করে । আহতদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে রুহুল আমীন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়। সৈকত হাসান আরও জানান,মঙ্গলবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে বিনগ্রামের হাচেন মিস্ত্রির ছেলে হাসান (২০) কে বগুড়ার ধুনুট এলাকা থেকে গ্রেফতার করেছে।
এবিষয়ে সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফয়জুর রহমান জানান্, স্থানীয়রা রুহুল এবং বাবুলকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে। তারা গুরুতর আহত হওয়ায় পুলিশি পাহারায় রামেক হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তারা খুনি কিনা তা তদন্ত ছাড়া এখন বলা সম্ভব নয়।
উল্লেখ্য,নিহত রুহুল আমিন ওরফে রুহুল ইতি পূর্বে হত্যার দায়ে ১০বছর সাজা প্রাপ্ত আসামী।
Ruby