যৌথ নদী কমিশনের পানি পরিমাপ দল পাকশীর হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্ট, পদ্মা নদীর পাকশী ও ভেড়ামারা প্রান্তের বিভিন্ন পয়েন্টে পানি পরিমাপ করেন।
এ প্রসঙ্গে পাবনা পানি উন্নয়ন বোডের নির্বাহী প্রকৌশলী কবিবুর রহমান জানান, পদ্মা নদী বেষ্টিত উত্তরাঞ্চলের ৬টি জেলায় মরুকরণ প্রক্রিয়া শুরু হয়েছে। পানির স্তর ৩০/৪০ ফুট নিচে নেমে গেছে ফলে পদ্মা নদী এখন মরা খালে পরিণত হয়েছে।
পদ্মা নদীর পাশে অবস্থিত ভেড়ামারা পাম্প স্টেশনের নির্বাহী প্রকৌশলী মোশারফ হোসেন জানান, পানি না পাওয়ায় ইতোমধ্যে গঙ্গা-কপোতাক্ষ সেচ পাম্প এখন বন্ধ।
পরিমাপ দলের সদস্য মোফাজ্জল হোসেন জানান, আগামী ৩১ মে পর্যন্ত পর্যায়ক্রমে এই পানি পরিমাপ কার্যক্রম চলবে।
