সোমবার, ২ জানুয়ারী, ২০১২

মানুষের জন্য শিক্ষণীয় হতে পারে কুকুরের মাতৃস্নেহ

বাঘা নিউজ ডটকম : সুষ্টির নিকৃষ্ট জীব কুকুর । সেই কুকুরের কোলে ঠাঁই মিলেছে  মাতৃহীন অসহায় বানরছানার। তাকে মাতৃস্নেহে বড় করে তুলছে বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলের বিশ্বনাথপুর গ্রামের মা কুকুর মিন্টু। এর মাধ্যমে সে এলাকার সবার নজর কেড়েছে। এলাকায় যেন এক সেলিব্রেটিতে পরিণত হয়েছে। প্রতিদিন আশেপাশের মানুষ তাকে দেখতে ভিড় করছে ওই গ্রামের রেজার বাড়িতে। আর এ খবর চলে গেছে সুদূর বৃটেনে। সেখানে অনলাইন দ্য মেইলে এ নিয়ে গতকাল প্রকাশ করা হয়েছে একটি সচিত্র প্রতিবেদন। এতে বলা হয়, ওই গ্রামের ধান ক্ষেতে বানরের উপদ্রব মারাত্মক পর্যায়ে পৌঁছেছিল। ফলে গ্রামবাসী মিলে বানরগুলোকে ধাওয়া করলে তারা পালিয়ে যায়। কিন্তু দলছুট হয়ে জনতার হাতে আটকা পড়ে একটি বানরছানা। কিন্তু ক্রোধান্বিত লোকজন বানরছানাটিকে ধরে ফেলার পর তার বেঁচে থাকা নিয়ে দেখা দেয় সংশয়। এ অবস্থায় ওই গ্রামের রেজা এগিয়ে যান। তার বাড়িতে আছে একটি বৃটিশ বংশোদভূত বাংলাদেশী কুকুর। এর নাম মিন্টু। তার রয়েছে ৭টি ছানা। নিজের শাবকদের লালন পালনের পাশাপাশি মিন্টুর নজর পড়ে ওই বানরছানাটির ওপর। সে তাকে কাছে টেনে নেয়। নিজ শাবকদের মতো নিজের দুধ পান করায়। আস্তে আস্তে তাতে অভ্যস্ত হয়ে ওঠে বানরছানাটি। এভাবে আস্তে আস্তে কুকুর ও বানর ছানার মধ্যে গড়ে ওঠে গভীর সখ্য। এখন ওই বানর ছানাটিকে জঙ্গলে দিয়ে এলেও সে তার ‘মা’ কুকুরকে ছেড়ে যেতে চায় না। বারবারই ফিরে আসে মিন্টুর কাছে। রেজা বলেন, যখন আমি দেখলাম বানরছানাটি মিন্টুর দুধ পান করছে আমি তো বিশ্বাসই করতে পারি নি- এমন ঘটনা ঘটতে পারে! এখন বানরছানাটি মিন্টু ও তার ৭ শাবকের সঙ্গে একত্রে ঘুমায়, খেলা করে। কেউ যদি বানরছানাকে বিরক্ত করে তাহলে তার প্রতিবাদে গর্জে ওঠে রেজা ও তার পোষা কুকুর মিন্টু। রেজা বলেন, মিন্টুর সঙ্গে বানরছানাটির যে কি সখ্য গড়ে উঠেছে তা না দেখলে বোঝা কঠিন। কখনও দেখা যায়, মিন্টুর পিঠের ওপর চড়ে বানরছানাটি সারা গ্রাম ঘুরছে।
এ দিকে সৃষ্টির সেরা মানুষ কোটি টাকার গাড়িতে চড়ে যখন বিলাসীতায় মত্ত তখন শীতার্থ অসহায় মানব শিশুর জন্য মিলছে না শীত নিবারণে একটুকরো শীত বস্ত্র  অথবা পেটে ক্ষুধা নিবৃত করার জন্য এক মুঠো ভাত।
Ruby