বুধবার, ৪ জানুয়ারী, ২০১২

চারঘাটে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ছাত্রলীগ কর্মীদের মাঝে ভুল বোঝাবুঝি, গাড়ী ভাংচুর, আহত প্রায় ১০ জন।

বাঘা নিউজ ডটকম, মিজানুর রহমান বিপ্লব, চারঘাট(রাজশাহী) প্রতিনিধি :: সারা দেশের ন্যায়  গতকাল বুধবার চারঘাটেও ছাত্রলীগের ৬৪তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযোগ্য মর্যাদার সহিত পালিত হয়। দিবসের কর্মসূচী অনুযায়ী সকালে দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হয় এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পূষ্প মাল্য অর্পনের । চারঘাট উপজেলা ছাত্রলীগের সভাপতি একরামুল হক এর নেতৃত্বে  চারঘাট উপজেলার ৬টি ইউনিয়ন থেকে শত শত আ’লীগ,ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের নেতা কর্মীরা দলীয় কার্যালয় থেকে বেলা ১০ টার দিকে শোভাযাত্রা চারঘাট বাজারের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে চারঘাট কেন্দ্রিয় শহীদ মিনারে উপজেলা ছাত্রলীগের সভাপতি একরামুল হকের সভাপতিত্বে আলোচনা সভা বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফকরুল ইসলাম, কেন্দ্রিয় কৃষকলীগের সদস্য সাইফুল ইসলাম বাদশা,উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক দুলাল সরকার, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জাহাঙ্গীর হোসেন বাদশা, উপজেলা মহিলা আ’লীগের সভাপতি ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জমেলা বেগম, পৌর আ’লীগের সাধারন সম্পাদক অধ্যাপক শাহাজ উদ্দিন, রাজশাহী জেলা ছাত্রলীগের সভাপতি রোকনুজ্জামান রেন্টু পৌর ছাত্রলীগের সভাপতি সাইদ হোসেন ও সাধারণ সম্পাদক হামিদুর রহমান সহ প্রমূখ। এদিকে বেলা ১১ টার দিকে ছাত্রলীগের র‌্যালি চলাকালীন সময়ে ইউসুফপুর ইউনিয়নের ছাত্রলীগ কর্মী সানির একটি মোবাইল সেট হারিয়ে যায়। এর কিছুক্ষণ পরে চারঘাটের জনৈক এক ছাত্রলীগ কর্মীর কাছে ঐ মোবাইল সেটটি পাওয়া যায় বলে রাজশাহী জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক বিপ্লব জানিয়েছে। মোবাইল হারানোকে কেন্দ্র করে উভয়ের মধ্যে কথা-কাটাকাটির এক পর্যায়ে দু’ গ্র“পের মধ্যে ধাওয়া-পালটা ধাওয়া শুরু হয়। এ সময় বিক্ষুদ্ধ ছাত্রলীগ কর্মীরা উপজেলা চত্তরে নৈয়ব আলীর চায়ের দোকান ভাংচুর করে। সংবাদ পেয়ে চারঘাট থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এদিকে দুপুর ১২.৩০ মিটিটের সময় চারঘাট পল্লী বিদ্যুৎ মোড়ের অদূরে রাজশাহী থেকে ছেড়ে আসা চারঘাট অভিমূখী একটি বাস, রাতুল পরিবহন নং- নারায়নগঞ্জ জ-০৪-০০৬৬ ছাত্রলীগ কর্মীরা সরদহর দিকে যাওয়ার পথে ভাংচুর করে, এ সময় গাড়ী চালক শাহীন (৩২) আহত হয়। এছাড়া ধাওয়া-পালটা ধাওয়ার সময় উভয় পক্ষের ১০ জন ছাত্রলীগ কর্মী আহত হয়। আহতদের চারঘাট হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসার পরে তাদের ছেড়ে দেওয়া হয়। এ ব্যাপারে রাজশাহী জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক বিপ্লবের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন একটি মহলের উস্কানীতে এমন একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটে গেছে। বাস ভাংচুরের ব্যাপারে বিপ্লব বলেন কে বা কাহারা গাড়ীটি ভাংচুর করেছেন আমি তা জানি না। তবে এহেন পরিস্থিতিতে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী মোটেই পালন করা সম্ভব নয়। এ ব্যাপারে চারঘাট উপজেলা ছাত্রলীগের সভাপতি একরামুল হক এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচী যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে। তবে সামান্য একটি বিচ্ছিন্ন ঘটনায় সাময়িক ভাবে একটু গন্ডগোল হলেও পরে তা নিরসন করতে সক্ষম হয়োছি এবং কর্মসূচীর যথাযথ ভাবে পালন করেছি। এ নিয়ে এলাকায় কোন উত্তেজনা নেই বলে তিনি জানান। এ ব্যাপারে চারঘাট থানা অফিসার ইনচার্জ (তদন্ত) শামসুল হকের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন এ ব্যাপারে থানায় কোন অভিযোগ করা হয়নি। গাড়ী ও দোকান ভাংচুরের বিষয়টি দলীয় নেতাকর্মীরা আপোশ করে নিবেন বলে আমাকে জানিয়েছেন। তিনি বলেন বর্তমানে এলাকায় ব্যাপক পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি শান্ত রয়েছে।
Ruby