শুক্রবার, ৬ জানুয়ারী, ২০১২

তেঁতুলিয়ায় ভারতীয় বন্য হাতির আক্রমনে বাংলাদেশী কিশোরী নিহত


বাঘা নিউজ ডটকম, সামসুদ্দিন চৌধুরী কালাম,  পঞ্চগড় প্রতিনিধি :: জেলার তেঁতুলিয়া ইউনিয়নের বাংলাবান্ধায় ভারতীয় বন্য হাতির আক্রমনে রুমা (১৪) নামের এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে। সে স্থানীয় পাঠান পাড়া গ্রামের আঃ রফিকের মেয়ে। স্থানীয় লোকজন, পুলিশ ও বিজিবি সুত্র জানায়, আজ শুক্রবার (৬ জানুয়ারি) সকাল সাড়ে ৭ টার দিকে একটি ভারতীয় বন্যহাতি বাংলাবান্ধা ইউনিয়নের পাঠানপাড়া গ্রামে ঢুকে পড়ে। হাতিটি বিভিন্ন বাড়িঘরে হামলা চালায় এবং ফসল নষ্ট করতে থাকে। এ সময় বাড়ির বাইরে বের হলে রুমা হাতির আক্রমনে ঘটনাস্থলেই মারা যায়। পরে হাতিটি একটি আখক্ষেতে প্রবেশ করলে পুলিশ, বিজিবি ও এলাকাবাসীরা সেখানেই হাতিটিকে ঘেরাও করে রাখে। দুপুরে শেষ খবর পাওয়া পর্যন্ত জানা গেছে, হাতিটিকে এখন পর্যন্ত আখক্ষেতে ঘেরাও করে রাখা হয়েছে। পুলিশ সুপার মো. শাহারিয়ার রহমান জানিয়েছেন, চেতনানাশক ওষুধ দিয়ে হাতিটিকে আটক করার জন্য বন বিভাগের সাথে যোগাযোগ করা হচ্ছে। তবে এখন পর্যন্ত বন বিভাগের লোজজন ঘটনাস্থলে যাননি।
Ruby