শুক্রবার, ১০ ফেব্রুয়ারী, ২০১২

ঠাকুরগাঁওয়ে কৃষকদের উৎপাদিত পণ্যের নায্যমূল্যের দাবিতে মানববন্ধন


আল মাহামুদুল হাসান বাপ্পী, ঠাকুরগাঁও প্রতিনিধি :: কৃষকদের উৎপাদিত ধান, পাট, গম ও আলুর নায্যমূল্য প্রদানের দাবিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার দুপুরে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। ঠাকুরগাঁও চৌরাস্তায় অনুষ্ঠিত এ মানববন্ধন কর্মসূচিতে বিএনপি, কৃষকদল, ছাত্রদল, যুবদলসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ অংশ নেয়। শুরুতে পুলিশ চৌরাস্তায় যানবাহন চলাচলের অসুবিধার কারণে মানববন্ধন করতে বাঁধা দেয়। এ সময় বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে পুলিশের উচ্চবাক্য বিনিময় ও বাদানুবাদের সৃষ্টি হয়। পরে জেলা বিএনপি কার্যালয়ের সামনে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এখানে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক তৈমুর রহমান,  যুবদলের আহ্বায়ক চৌধুরী মহেবুল্লাহ্, আবু নুর, কৃষক দলের সভাপতি আনোয়ারুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আবু হান্নান হান্নুসহ অন্যান্যরা।
বক্তারা কৃষকদের দুরবস্থার কথা তুলে ধরে বর্তমান সরকারের সমালোচনা করে বলেন, কৃষকরা বাজার থেকে সার, বীজ, কীটনাশকসহ যেসব জিনিস কিনছে তার দাম বেশি। অপরদিকে ধান, পাট, গম, আলু ইত্যাদি যা বিক্রি করছে প্রতিটারের দাম কম। এতে কৃষকের মেরুদন্ড ভেঙে যাওয়ার সামিল হয়েছে। তাই কৃষকদের উৎপাদিত পণ্যের নায্যমূল্য প্রদানের দাবি জানানো হয়। সেই সাথে কোল্ডস্টোরেজে প্রতি বস্তা আলুর ভাড়া ২০০ টাকা নির্ধারনের দাবি জানায়।
Ruby