শনিবার, ৪ ফেব্রুয়ারি, ২০১২

মাটিরাঙ্গায় ছাত্রদলের দু’ গ্রুপে দফায় দফায় সংঘর্ষ আহত-৫

মো: নুর নবী অন্তর, মাটিরাঙ্গা, খাগড়াছড়ি :: পার্বত্য খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ছাত্রদলের দু’গ্রম্নপের দফায় দফায় সংঘর্ষে প্রদীপ চাকমা (২৪) ও  মো: জাকির হোসেন (২০) সহ অমত্মত: ৫জন আহত হয়েছে। গুরতর আহত প্রদীপ চাকমা ও মো: জাকির হোসেনকে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে ভর্তি করা হয়েছে। অন্যান্যের মধ্যে মো: গিয়াস উদ্দিন (২৬), মো: ফারম্নক হোসেন (১৯) ও মো: আবদুর রহমান সুমন (২১) আহত হয়েছেন। জানা গেছে, মাটিরাঙ্গা পৌর ছাত্রদলের বিভিন্ন ওয়ার্ড কমিটি গঠনকে কেন্দ্র করে মাটিরাঙ্গা ছাত্রদলে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বিশেষ করে মাটিরাঙ্গা পৌর ছাত্রদলের আহবায়ক কমিটি গঠনের পর এ বিরোধের সুত্রপাত।এই বিরোধের জের ধরে আজ শুক্রবার বিকাল সাড়ে পাঁচটার দিকে মাটিরাঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো: বাদশা মিয়ার বাস ভবনে ছাত্রদলের নির্ধারিত সভা শেষ হওয়ার পর পর ছাত্রদলের কর্মী ফোরকান ইমামীর নেতৃত্বে ৭/৮ জন সন্ত্রাসী এ হামলা চালায় বলে অভিযোগ করেছেন মাটিরাঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো: বাদশা মিয়া। হামলাকারীরা লাঠি সোটা নিয়ে সাধারন কর্মীদের উপর হামলা চালায়। এসময় দু‘গ্রম্নপের মধ্যে আধা ঘন্টা ধরে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হামলাকারীদের ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।(বিজয় নিউজ ২৪ ডটকম,)
Ruby