skip to main |
skip to sidebar
বাগমারায় ১০ বোতল ফেন্সিডিলসহ একজন গ্রেফতার
নাজিম হাসান, বাগমারা (রাজশাহী) থেকে :: রাজশাহীর বাগমারা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে মাড়িয়া ইউনিয়নের সাঁকোয়া এলাকায় গড়ে ওঠা ফেন্সিডিলের একটি আস্তানায় অভিযান চালিয়ে দশ বোতল ফেন্সিডিলসহ মহসিন নামের একজন কে গ্রেফতার করেছে পুলিশ। সে যোগীপাড়া ইউনিয়নের হাবিবুর রহমানের ছেলে। পুলিশ জানায়, শিকদারী হাট এলাকার সাঁকোয়া গ্রামের একটি বাড়িতে ফেন্সিডিল বিক্রি হয় এমন সংবাদের ভিত্তিতে শনিবার বিকেলে থানার উপ-পরিদর্শক আব্দুস সালাম, বাশার, সহকারী উপ-পরিদর্শক আব্দুর রহিম, মোস্তফা, ডিএসবি মতিয়ার সাদা পোষাকে তাহেরপুর রাস্তার সাঁকোয়া ব্রিজ এলাকায় অবস্থান নেয়। এসময় ওই গ্রামের মৃত ইয়াকুব আলীর ছেলে মাদক বিক্রেতা শুকুর আলী ব্যাগ ভর্তি ফেন্সিডিল নিয়ে মহসিন কে দেয়। পুলিশ তাৎক্ষনিক তাদের ধাওয়া করলে শুকুর আলী পালিয়ে গেলেও মহসিন কে দশ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার করে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা হয়ে রোববার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে বলে পুলিশ জানায়। উল্লেখ্য প্রায় এক বছর থেকে মাদকের ওই সিন্ডিকেট এলাকায় ফেন্সিডিলের ব্যবসা চালিয়ে গেলেও তাদের আস্তানায় অভিযান চালালেও কাওকে আটক করতে পারেনি পুলিশ। ওই আস্তানা থেকে আটকের খবর শুনে এলাকাবাসী কিছুটা স্বস্তি প্রকাশ করলেও ওই সিন্ডিকেটের অপর সদস্যদের গ্রেফতারের জোর দাবী জানান তারা।