বিনোদন ডেস্ক :: মিডিয়ায় প্রায়ই বিভিন্ন পুরুষের সঙ্গে তার সম্পর্কের গুজব শোনা যায়। প্রতিবার এমন খবর শুনে খুব মজা পান গ্র্যামি অ্যাওয়ার্ড জয়ী সংগীত শিল্পী টেইলর সুইফট। এ বিষয়ে তিনি জানিয়েছেন, মিডিয়ায় আমার সঙ্গে ডেটিং করবেন বা করেছেন এমন কারও খবর দেখে আমি খুব মজা পাই। কারণ, এদের অধিকাংশই আমার অপরিচিত এবং কখনও দেখা হয়নি। সবাইকে জানিয়ে রাখি, আমি বর্তমানে একা আছি এবং ভাল আছি। অপেক্ষায় আছি, হঠাৎ করেই কোন একদিন কারও দেখা পেয়ে যাবো, যে হবে আমার ভালবাসার মানুষ।
উল্লেখ্য, কিছুদিন আগে অভিনেতা জ্যাক অ্যাফ্রনের সঙ্গে তার প্রেমের গুজব ছড়িয়েছিলো।
উল্লেখ্য, কিছুদিন আগে অভিনেতা জ্যাক অ্যাফ্রনের সঙ্গে তার প্রেমের গুজব ছড়িয়েছিলো।

