সোমবার, ২০ ফেব্রুয়ারী, ২০১২

চট্টগ্রামে গোয়েন্দা পুলিশের রাতভর চিরুনি অভিযানে চোরাই পণ্যসহ ইয়াবা ট্যাবলেট উদ্ধার গ্রেপ্তার ৪


জীবন কৃষ্ণদেবনাথ, চট্টগ্রাম ব্যুরো :: মহানগর গোয়েন্দা পুলিশের এসআই/মোঃ নুরুজ্জামান, এসআই/মোঃ হেলাল উদ্দিন, এসআই/ধীমান মজুমদার  সঙ্গীয় ফোর্সসহ মহানগর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা কালে গোপন সংবাদের ভিত্তিতে কাজীর দেউড়ী এসএ পরিবহন অফিসের সামনে থেকে বিভিন্ন ব্যান্ডের ২২টি মোবাইল সেট সহ আসামী ১) মোঃ নজরুল ইসলাম, পিতা-মৃত আব্দুল আলম, সাং-সাতকানিয়া কলেজের পাশে, থানা-সাতকানিয়া, জেলা-চট্টগ্রাম’কে গ্রেফতার করেন। ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদে সে জানায় যে, দীর্ঘদিন ধরে ঢাকা থেকে চোরাই মোবাইল ক্রয় করে এসএ পরিবহনের মাধ্যমে চট্টগ্রামে এনে বিক্রয় করে আসছে। উক্ত মোবাইল সেট গুলো সে এসএ পরিববহন হতে ছাড়িয়ে নেওয়ার সময় ডিবি পুলিশের হাতে ধৃত হয়। উক্ত আসামীর বিরুদ্ধে  কোতোয়ালী থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। অপর এক অভিযানে অদ্য ২০-০২-২০১২ ইং তারিখ বেলা ০১.৩০ ঘটিকার সময় এসআই/মোঃ নুরুজ্জামান, এসআই/মোঃ হেলাল উদ্দিন, এসআই/ধীমান মজুমদার সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে নগরীর কোতোয়ালী থানাধীন জোহুর হকার্স মার্কেটে অভিযান চালিয়ে  ২নং রোডের ১৯ নং গলির ৮০০/২  মের্সার্স  ভাইয়া স্টোর হতে ৩২ পিস চোরাই গার্মেন্টন্স জিন্স প্যান্ট সহ আসামী ১) মোঃ নুরুল আবছার(২৫), পিতা-মৃত ইয়াকুব আলী, সাং-সাতঘর(সফিক সাহেবের বাড়ী), থানা-লোহাগারা, জেলা-চট্টগ্রাম, ২) মোঃ সাইফুল ইসলাম(৩১), পিতা-মোঃ হোসেন আহম্মেদ, সাং-রাজুল্লারপুর, মিয়াজান পাটোয়ারী বাড়ী, থানা-বেগমগঞ্জ, জেলা-নোয়াখালী’কে গ্রেফতার করেন। উক্ত আসামীরা দীর্ঘদিন ধরে  বন্দর এলাকা হতে চোরাই গার্মেন্ট পন্য ক্রয় করে জহুর হকার্স মার্কেটে তাদের উল্লেখিত দোকানে বিক্রয়  করে আসছিল। এই বিষয়ে কোতোয়ালী থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। গত ১৯-০২-২০১২ ইং তারিখ মহানগর গোয়েন্দা পুলিশের এসআই/ মোঃ নূরুজ্জামান, এসআই/ হেলাল উদ্দিন, এএসআই/ ইব্রাহিম সঙ্গীয় ফোর্সসহ নগরীর কোতোয়ালি জোন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা কালে গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালি থানাধীন জামালখান এলাকায় ৬৩ নং মনিষা ফার্মেসীর সামনে ফুটপাতের উপর হতে মোঃ মাহতাব উদ্দিন আহম্মেদ সাজু (২১), পিতা- জিয়া উদ্দিন আহম্মেদ, সাং- ৬৩ নং জামালখান, চেরাগী পাহাড়, থানা- কোতোয়ালি, চট্টগ্রামকে ধৃত করি। ধৃত ব্যক্তিকে উপস্থিত সাক্ষীদের সম্মুখে তল্লাশীকালে তার পরিহিত জিন্স প্যান্টের ডান পকেট হতে ০৭ পিস্ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। আসামীর বিরুদ্ধে কোতোয়ালি থানার মামলা নং-৩৫, তারিখ-১৯-০২-২০১২, ধারা-১৯৯০ ইং সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) এর ৯(ক) রুজু করা হয়েছে।

Ruby