বুধবার, ৮ ফেব্রুয়ারী, ২০১২

মহাদেবপুরে জমি নিয়ে বিরোধের জের ঘরবাড়ী ভাংচুর মহিলাসহ ১০ জন আহত গ্রেফতার ১২

মোঃ আককাস আলী, নওগাঁ প্রতিনিধি :: নওগাঁর মহাদেবপুরে জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলায় মহিলাসহ ১০ জন আহত হয়েছে। আহদের মধ্যে দিলবর(৩০), সিমাআলী (২৫) আনজু(২০), নাদিরা(৩)কে গুরুত্বর আবস্থায় মহাদেবপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পুলিশ ৪ মহিলাসহ ১২ জনকে গ্রেফতার করেছে। পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার উত্তরগ্রামের মৃত জফের আলীর পুত্র দিলবর আলীর সাথে জমি নিয়ে একই গ্রামের আহদ আলীর বিরোধ বাধে। এ বিরোধের জের ধরে গতকাল বুধবার দুপুরে আহাদ আলী ও তার ভাড়াটিয়া সন্ত্রাসীরা ৩টি মোটরসাইকেল যোগে কমান্ডো স্টাইলে দিলবর আলীর বাড়ীতে হামলা চালায়। এতে দিলবর আলীর পবিরবারে ৭ সদস্যসহ ১০ জন আহত হন। এ হামলার খবর গ্রামে ছড়িয়ে পড়লে গ্রামবাসী সন্ত্রাসীদের ধাওয়া করে। গ্রামবাসীদের ধাওয়ায় সন্ত্রাসীরা দৌড়ে পালিয়ে আহাদ আলীর  মাঠির দোতালা বাড়ীতে আশ্রয় নিলে বিক্ষুদ্ধ গ্রামবাসী বাড়ীটি ঘেরাও করে রাখে। বিকেল সাড়ে ৪টার দিকে নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার আ হ মারুজ্জামান এর নেতৃত্বে সার্কেল এএসপি শরিফ উদ্দীন মহাদেবপুর থানার ওসি মাহমুদুল আলম, একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে সন্ত্রাসীদের গ্রেফতার করেন। গ্রেফতারকৃতরা হল, আহাদ আলী, তার পুত্র শহিদুল, অহিদুল ইসলাম,তহিদ,তার স্ত্রী সুফিয়া, মেয়ে সুমি, পুত্রবধু ডলি, সাথী ও তার ভাড়াটিয়ে সন্ত্রাসী মান্দা উপজেলার গোবিন্দপুর গ্রামের আব্দুল মোল¬া, শিবরামপুর গ্রামের ফিরোজ ও মিঠু। এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। দোষীদের শাস্তির দাবীতে সেখানে শত শত গ্রামবাসী বিক্ষোভ অব্যাহত রেখেছে। ওই ঘটনায়  থানায় মামলা দায়ের এর প্রস্তুতি চলছে।
Ruby