skip to main |
skip to sidebar
নড়াইল প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে সংসদ সদস্য ফজিলাতুন নেসা বাপ্পির মতবিনিময়
আবদুস সাত্তার, নড়াইল থেকে :: জাতীয় সংসদের সংরক্ষিত আসনের সংসদ সদস্য ফজিলাতুন নেসা বাপ্পি শনিবার দুপুরে নড়াইল প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন। সংসদ সদস্য বলেন, শেখ হাসিনার আওয়ামীলীগ সরকার এ দেশের প্রতিটি এলাকার দ্বারপ্রান্তে উন্নয়নের ছোয়া পৌঁছে দিতে নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছে। কৃষকদের স্বার্থে সরকার তিন দফা সারের দাম কমিয়েছে। কৃষি খাতের উন্নয়নে কোটি কোটি টাকার ভর্তুকি প্রদান করছে। নড়াইল প্রেসক্লাব সভাপতি অ্যাডভোকেট আলমগীর সিদ্দিকীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এনামূল কবীর টুকু, ভক্ত সরকার, কার্ত্তিক দাস, এম মুনির চৌধুরী, শামীমূল ইসলাম টুলু, সাইফুল ইসলাম তুহিন, সাজ্জাদ হোসেন টিপু, শ্রমিক নেতা জাহাঙ্গীর বিশ্বাস, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হাফিজ খান মিলন, বর্তমান সভাপতি মোস্তফা কামরুজ্জামান কামাল প্রমুখ।