বুধবার, ৮ ফেব্রুয়ারী, ২০১২

চবিতে ছাত্রলীগ-শিবির সংঘর্ষে দুইজন নিহত,বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা

undefined চট্রগ্রাম প্রতিনিধি :: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছাত্রলীগ ও ছাত্র শিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনায় দুই ছাত্র মারা গেছেন। সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ২০ জন। এ ঘটনায় ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে। নিহত ছাত্ররা হলেন প্রাণীবিদ্যা বিভাগের প্রথম বর্ষের মুজাহিদ ও ইংরেজি বিভাগের চতুর্থ বর্ষের মাসুদ বিন হাবিব। আজ দুপুর ১২টার দিকে ইসলামি ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ৪১৯ নম্বর কে দুই শিার্থীর মধ্যে কথাকাটাকাটির জের ধরে এই সংঘর্ষের ঘটনা ঘটে। প্রত্যদর্শীরা জানায়, দুপুর সাড়ে ১২টার পর থেকে উভয় দলের কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া চলতে থাকে। এ সময় চার-পাঁচটি গুলিও ছোঁড়া হয়। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম এই দুই ছাত্রের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। আরও ১০ জনকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করা হয়েছে।এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আগামী ১৬ই ফেব্রুয়ারি পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে আজ সন্ধ্যা সাতটার মধ্য শিক্ষার্থীদের হল ত্যাগেরও নির্দেশ দিয়েছে প্রশাসন। রাতে সিন্ডিকেটের জরুরি বৈঠক ডাকা হয়েছে।
Ruby