বিনোদন ডেস্ক :: অবশেষে প্রকাশ হচ্ছে কণ্ঠশিল্পী ন্যান্সির তৃতীয় একক অ্যালবাম। প্রায় তিন বছর বিরতির পর প্রকাশ হচ্ছে এই অ্যালবামটি। নাম রাখা হয়েছে ‘হাবিব ফিচারিং ন্যান্সি’। এ নিয়ে ব্যাপক আশাবাদীও এই কণ্ঠশিল্পী।তবে এত লম্বা বিরতি নিয়ে অ্যালবাম প্রকাশ করার ইচ্ছে ছিল না বলেও জানিয়েছেন তিনি। অডিও বাজারের বর্তমান হালচাল বিবেচনা করতে করতেই একটু সময় লেগে গেছে তার এমনটাই জানালেন ন্যান্সি। বললেন, এতো লম্বা বিরতি নেয়ার ইচ্ছে আমার ছিল না; কিন্তু অডিও বাজারের হালচাল তো সবাই জানেন। এ অবস্থায় খুব দ্রুত একক অ্যালবাম বের করা বেশ ঝুঁকিপূর্ণ; কিন্তু হাবিব ভাই যখন অ্যালবামটির দায়িত্ব নিতে সম্মত হলেন, তখন থেকেই আমি ঝুঁকিমুক্ত বোধ করা শুরু করি। সাংঘাতিক ব্যস্ততার মধ্যেও তিনি অ্যালবামটির কাজ শেষ করেছেন।
আসছে ভালোবাসা দিবসে ডেডলাইন মিউজিকের ব্যানারে ‘হাবিব ফিচারিং ন্যান্সি’ শিরোনামে অ্যালবামটি প্রকাশিত হচ্ছে, এ জন্য আমি আনন্দিত। কেমন গান দিয়ে অ্যালবামটি সাজানো হয়েছে জানতে চাইলে ন্যান্সি বলেন, আমার দ্বিতীয় অ্যালবামটি করার সব দায়িত্ব আমি হাবিব ভাইয়ের ওপর ছেড়ে দিয়েছিলাম। আমার কাজ ছিল, কণ্ঠ দেয়া। আমি হাবিব ভাইয়ের প্রত্যাশা অনুযায়ী গানগুলোতে কেবল কণ্ঠ দিয়েছি। কারণ তিনি আমার কণ্ঠের ধরন বোঝেন, কোন গানটা আমার গলায় মানাবে, তিনিই ভালো জানেন। অ্যালবামটিতে থাকছে মোট ৮টি গান। এসব গানে শ্রোতারা তাদের চিরচেনা ন্যান্সিকেই যেন খুঁজে পান সেই প্রচেষ্টা আছে। বাড়তি হিসাবে অ্যালবামটিতে যোগ হয়েছে, সুফি ধাঁচের একটি ডুয়েট গান। হাবিব ভাইয়ের সঙ্গে একটা ডুয়েট গানও আছে। সব মিলিয়ে শ্রোতারা এ অ্যালবামটি পছন্দ করবেন বলে আমার বিশ্বাস।
