বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০১২

ঠাকুরগাঁওয়ে বসন্ত উৎসব পালিত


আল মাহামুদুল হাসান বাপ্পী, ঠাকুরগাঁও প্রতিনিধি :: আজি বসন্ত জাগ্রত দ্বারে- কবি গুরু রবীন্দ্র নাথ ঠাকুরের এই কবিতার অংশের সাথে তাল মিলিয়ে ঠাকুরগাঁওয়ে ১ ফাল্গুন বসন্ত উৎসব পালিত হয়েছে। ঠাকুরগাঁও সরকারি কলেজ বাংলা বিভাগের উদ্যোগে প্রথম বারের মত বসন্ত উৎসব অনুুষ্ঠান পালন করা হয়। এ উপলক্ষে গতকাল সোমবার সকালে কলেজ চত্বরে উন্মুক্ত মঞ্চে বসন্তের গান, কবিতা আবৃত্তি, নৃত্য পরিবেশন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও সরকারি কলেজের অধ্যক্ষ ড. গোলাম কিবরিয়া মন্ডল, বাংলা বিভাগের প্রধান ড. শাহ আমির আলী আজাদ, প্রভাষক জান্নাতুন ফেরদৌস, ভাইস প্রিন্সিপাল আবু বক্কর সিদ্দিক, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক আবু খায়ের আব্দুল মজিদ প্রমুখ।
Ruby