বুধবার, ৮ ফেব্রুয়ারী, ২০১২

চাঁপাইনবাবগঞ্জ পৌর কর্তৃপক্ষের বিরুদ্ধে পৌনে ৭লাখ টাকা কমে বটতলা পশুহাট ইজারা দেয়ার অভিযোগ

undefinedরফিকুল আলম, চাঁপাইনবাবগঞ্জ থেকে :: চাঁপাইনবাবগঞ্জ পৌর মেয়র বিএনপি নেতা মাওলানা আব্দুল মতিন বিধিমালার অজুহাত দেখিয়ে পৌর সভার মালিকানাধীন বটতলা পশুহাট গতবারের চেয়ে প্রায় পৌনে ৭ লাখ টাকা কমদরে ইজারা দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। অভিযোগে জানাগেছে, গত বছর পৌর কর্তৃপক্ষ বটতলা পশুহাট ২৯লাখ ৭৭হাজার ৭৮৬ টাকায় ইজারা প্রদান করে। কিন্তু এবার ওই পশুহাটটি ইজারা দেয়ার লাক্ষ্যে গত ৩০ জানুয়ারী দরপত্র জমা নেয়া হয়। দরপত্রে অংশ নেন আবুল কাসেম ও কাইনাত নামে দু’ব্যক্তি। এদিকে অন্তত ৩টি দরপত্র জমা দেয়ার নিয়ম থাকলেও মাত্র দুটি দরপত্র জমা পড়ে। প্রেক্ষিতে  পৌর কর্তৃপক্ষ উল্লেখিত দুটি দরপত্রের মধ্যে আবুল কাসেমের দরপত্রে ইজারা মূল্য বেশি হওয়ায় তাকে ২৩লাখ ১০হাজার টাকায় বটতলা পশুহাট ইজারা দেয়ার প্রাথমিকভাবে সিদ্ধান্ত নেয়া হয়। পরবর্তীতে গত সোমবার পৌরএলাকার বালিগ্রামের জনৈক আব্দুল হাকিম ওই হাটটি আবুল কাসেমের দেয়া দরের অতিরিক্ত ১০ভাগ দর বেশি দিয়ে হাটটি ইজারা নেয়ার ইচ্ছাপোষন করে ৭লাখ ৭০হাজার টাকার বিডি জমা দিয়ে পৌর মেয়র বরাবরে লিখিত আবেদন করেন এবং মেয়র তা গ্রহণ করেন। কিন্তু পৌর কর্তৃপক্ষ দরপত্র কমিটির জরুরী সভা করে গত ৩বছরের ইজারামূল্যের গড় মূল্য বেশি হওয়া উল্লেখ করে আবুল কাসেমের নামে হাটটি ইজারা প্রদান করেন। এব্যাপারে পৌর মেয়র মাওলানা আব্দুল মতিনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, গতবছরের চেয়ে এবার ৬লাখ ৬৭হাজার ৭৮৬ টাকা কমদর হলেও গত ৩বছরের গড়মূল্য করে ২লাখ ৪১হাজার ৪৭৬ টাকা বেশি হওয়ায় ওই পশু হাটটি ইজারা দেয়া হয়েছে। এছাড়াও তিনি জানান, আব্দুল হাকিম নামে যে ব্যক্তি ১০ ভাগ অতিরিক্ত দরে হাটটি ইজারা নেয়ার জন্য আবেদন করেছেন তিনি দরপত্রের সিউিউলই কেনেননি। 
Ruby