skip to main |
skip to sidebar
পাবনা পদ্মা নন্দিনী সাহিত্য ও পাঠচক্র’র আলোচনা সভা অনুষ্ঠিত
হাসান আলী পাবনা ধেকে :: পাবনা পদ্মা নন্দিনী সাহিত্য ও পাঠচক্র’র এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে সেলিম নাজির উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে সংগঠনের সভাপতি কবি হাছিনা আক্তার রোজীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, পদ্মা নন্দিনী সাহিত্য ও পাঠ চক্র’র সাধারণ সম্পাদক হাসান আলী, সাংগঠনিক সম্পাদক মোসলেম উদ্দিন, উপদেষ্টা কবি ইদ্রিস আলী, নির্বাহী সদস্য কবি ইদরিস আলী মধূ। সভায় পদ্মা নন্দিনী প্রধান উপদেষ্টা সাবেক মহিলা সাংসদ অধ্যাপিকা জান্নাতুল ফেরদৌসের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তাঁর রুহের মাগফেরাত কামনা হরা হয়। এছাড়া সভা সাংগঠনিক বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়েছে এ সময় সংগঠনের বিভিন্ন সদস্যগণ উপস্থিত ছিলেন।