মোঃ আককাস আলী, নওগাঁ প্রতিনিধি :: নওগাঁ-৩ আসনের এমপি ড.আকরাম হোসেন চৌধূরী বলেছেন, ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে আগামী দু’বছরে উপজেলার রাস্তাগুলো পাঁকা করন ও গ্রামগুলোকে আলোকিত করা হবে,। এ জন্য তিনি বর্তমান প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা সরকারের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধ হয়ে একযোগে কাজ করার আহবান জানান। গতকাল রবিবার দুপুরে উপজেলার চেরাগপুর ইউনিয়ন আ্ওয়ামীলীগ আয়োজিত ধনজইল বাজারে মাতাজিহাট-চৌমাশিয়ার ১.৮ কিলোমিটার পাঁকা রাস্তা নির্মান কাজের উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপরোক্ত কথাগুলো বলেন। তিনি আরো বলেন ইতিমধ্যেই উপজেলায় প্রায় ৩ কোটি টাকা ব্যয়ে বেশ কিছু রাস্তার কাজ শেষ হয়েছে। আগামী দু’বছরের মধ্য বিশ্বব্যাংকের অর্থায়নে ১৫ কোট টাকার উন্নয়ন বিভিন্ন গ্রামে করা হবে। এ জন্য তিনি সকলের সার্বিক সহযোগীতা কামনা করেন। আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি খাজা আব্দুল ওয়াহেদ চৌধুরীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ইউএনও আখতারুজ্জামান, এমপির সহধমনী মাহফুজা আকরাম মায়া চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি সামছুদ্দিন আহম্মেদ, সহ-সভাপতি মতিউর রহমান, যুগ্ম সম্পাদক গোলাম নূরানী আলাল, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা বিশ্বাস, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শীবনাথ মিশ্র প্রমুখ। সমাবেশে ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ ও মহিলালীগের অসংখ্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। রাস্তাটি নির্মানের ব্যয় ধরা হয়েছে ৭৯ লাখ ৫১ হাজার ১’শ ৮০ টাকা। উপজেলা এলজিইডি রাস্তাটি নির্মান করবে। উপজেলা প্রকৌশলী মকবুল হোসেন জানান, মেসার্স জেএস এন্টার প্রাইজ নামে ঠিকাদারি প্রতিষ্ঠানের সত্বাধিকারী মীর জাহিদুল হাসান জুয়েল এ রাস্তাটি নির্মানের দায়িত্ব পালন করবেন। #

