মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী, ২০১২

সরিষাবাড়ীতে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে সংঘর্ষঃ ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর, আহত- ২০

সোলায়মান বাবু, সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি :: সরিষাবাড়ীর পৌর এলাকার বাউসী উচ্চ বিদ্যালয় মাঠে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ এবং ভাংচুরের ঘটনা ঘটেছে। গত রবিবার সকালে বাউসী বাঙ্গালীপাড়া ও ইজারাপাড়া গ্রামের মধ্যে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে এক রক্তক্ষয়ী সংঘর্ষে উভয় গ্রামের কমপক্ষে ২০ আহত হয়েছে। দুই গ্রামের সমর্থকদের মধ্যে সামান্য ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দেয়। পড়ে বাউসী বাজার এলাকায় উভয় গ্রামের লোকজন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় সোহেল (২২), শাহিন (১৬), জাহাঙ্গির (২১), বাবু (১৭), পথচারী তাহের (৩৮), ওয়াহেদ (৩২)সহ উভয় গ্রামের কমপক্ষে ১০ জন আহত হয়। গুরুতর আহত ইজারাপাড়া গ্রামের ইদ্রিসের পুত্র সোহেলকে সরিষাবাড়ী হাসপাতালে ভর্তিকরা হলে তার অবস্থার অবনতি ঘটলে মূমুর্ষ অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ  হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনার জের ধরে ইজারা পাড়া গ্রামের লোকজন বাউসী বাজারের রফিকুল ইসলামের কম্পিউটার সেন্টারে হামলা চালায়। সরিষাবাড়ী থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
সরিষাবাড়ীতে ছাত্র পরিষদের নির্বাচন সম্পন্ন
সরিষাবাড়ী উপজেলার ২০টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষার মান বৃদ্ধি, শিশুকাল থেকে গণতন্ত্র চর্চার অভ্যাস ও ৬টি উন্নয়নমূলক কর্মকান্ডে সম্পৃক্ত করার লক্ষ্যে গত শনিবার ৯টা থেকে ১টা পর্যমত্ম ছাত্র পরিষদের নির্বাচন/১২ সম্পন্ন হয়েছে। নির্বাচনী ভোট কেন্দ্রে শিক্ষার্থীরা আনন্দ উল­াসে সারিবদ্ধ হয়ে প্রত্যক্ষভাবে পছন্দের প্রার্থীকে গোপন ব্যালটে ভোট দেয়। শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, শিক্ষার্থীদের প্রত্যক্ষ ভোটে বিজয়ী প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে ৭ জন করে নির্বাচিত কাউন্সিলর ঘোষণা করা হয়। বিজয়ী ৭ কাউন্সিলরের  সিদ্ধামেত্ম বিদ্যালয়ে ১জন প্রধান কাউন্সিলর নির্বাচন করা হবে। পরে প্রতি শ্রেণী অনুযায়ী ২ জন করে সহযোগী কাউন্সিলর ১ জন বালক ও ১জন বালিকা নিয়ে ১৭ সদস্য  বিশিষ্ট ছাত্র পরিষদ গঠন করা হবে। উপজেলার ১২৫টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ২০টি প্রাথমিক বিদ্যালয়ে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন অনুষ্ঠিতব্য বিদ্যালয়গুলো হল- ৫৫নং সরিষাবাড়ী সরকারী প্রাথমিক বালিকা বিদ্যালয়, ভাটারা, চর হরিপুর, চাপারকোণা, বিনজাইল, চর ছাতারিয়া, পূর্ব বয়ড়া, বাউসি, রঘুনাথপুর, বনগ্রাম, চর জামিরা, পিংনা, স্থল, ৪৭নং বারইপটল, পঞ্চাশী, মানিকপটল, পশ্চিম বয়ড়া, কুঠিরহাট, শিবপুর, কামরাবাদ সরকরী প্রাথমিক বিদ্যালয়।
Ruby