বুধবার, ৮ ফেব্রুয়ারী, ২০১২

বগুড়ার শেরপুরে ৩য় কাব ক্যাম্পুরী ২০১২ এর উদ্বোধন

দীপক সরকার, বগুড়া থেকে :: বাংলাদেশ স্কাউটস শেরপুর উপজেলার শাখার আয়োজনে বগুড়ার শেরপুরের মির্জাপুর ইউসুফ উদ্দিন উচ্চ বিদ্যালয় ও মির্জাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে উদ্যোগে গতকাল বুধবার বিকাল ৪টায় ৩য় উপজেলা কাব ক্যাম্পুরী ২০১২  উদ্বোধন হয়েছে।
শেরপুর উপজেলা স্কাউটসের সম্পাদক শেরপুর এজে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুধীন্দ্রনাথ রায়ের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মজিবর রহমান মজনু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা স্কাউটের সভাপতি মুনজুর আলম প্রধান, উপজেলা স্কাউট কমিশনার আলহাজ্ব শাহ জামাল সিরাজী, বিশালপুর ইউপি চেয়ারম্যান শাহজাহান আলী সাজা। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শেরপুর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুল মতিন,সহ-সভাপতি আফছার আলী, প্রাথমিক শিক্ষার গুনগত মান উন্নয়ন সম্পাদক রঘুনাথ মুখার্জী, উপজেলা কাব লিডার বেলাল হোসেন,মির্জাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মজিদ, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমা খাতুন, শিক্ষক সাদেকুল ইসলাম ,হেলাল উদ্দিন প্রমুখ।
 অনুষ্ঠানের শুরুতে জাতীয় সঙ্গীতের সাথে প্রধান অতিথি , বিশেষ অতিথি ও স্কাউটের শিক্ষক,ছাত্র-ছাত্রীবৃন্দ জাতীয় ও স্কাউটের কাব ক্যাম্পুরী পতাকা উত্তোলন করেন। পরে অতিথিবৃন্দ কাব ক্যাম্পুরী পরিদর্শন করেন।
Ruby