হাসান আলী, পাবনা থেকে ::পাবনার মালিগাছা ইউনিয়নের রাণীগ্রামে জমিজমার বিরোধ নিয়ে মারপিটের ঘটনায় মহিলাসহ ৫ জন গুরুতর আহত হয়েছে। আহতদের পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার সকাল ৭টার দিকে একই গ্রামের আলিমুদ্দি হাজী ও তার ছেলে পারভেজ, জামাই জালাল, মৃত-সাহাবুদ্দিনের ছেলে শাজাহান, মৃত-তাহেরের ছেলে জালালের সাথে কামাল, ও সামীরের পরিবারের জমিজমার বিরোধ নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে হাজী আলিমুদ্দিনের নির্দেশে তার ছেলে ও জামাইসহ ৫/৭ জন বাঁশ ও লাঠি নিয়ে প্রতিপক্ষদের মারপিট শুরু করে। মারপিটের ঘটনায় কামালের স্ত্রী সামসুন্নাহার শিফালী (৩৮), সমিরের স্ত্রী বীনা (২৫), রমজান আলীর ছেলে আজমল হোসেন, সাগরের স্ত্রী লিলি (২৫) ও ফৌজিয়া খাতুন (৬০) গুরুতর আহত হয়। এ সময় গ্রামবাসী এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদের গুরুতর অবস্থায় পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। ঘটনার শিকার শিফালী ও বীনা খাতুন জানায়, বেশ কিছুদিন ধরে গ্রামের প্রভাবশালী আলিমুদ্দিন হাজীর সাথে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। এ বিরোধের জের ধরে মারপিটের ঘটনা ঘটে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান তারা।

