মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী, ২০১২

চট্টগ্রামের পুলিশের পৃথক অভিযানে ৬শ পিস ইয়াবা ট্যাবলেট ৪কেজি গাজা উদ্ধার, গ্রেফতার-৫

জীবনকৃষ্ণদেনাথ চট্টগ্রাম ব্যুরো :: মহানগর গোয়েন্দা পুলিশের এসআই/সুরেশ চন্দ্র, এসআই/সজল কান্তি দে ও এএসআই/আঃ জলিল সঙ্গীয় ফোর্সসহ নগরীর  ডবলমুরিং থানাধীন মাঝির ঘাটস্থ, হোটেল হিমালয় আবাসিক, ৩৬৯, ট্রাঙ্গ রোড হাজী টিআলী বিল্ডিং সামনে হতে ০৪ কেজি গাঁজা সহ আসামী মোঃ আফছার(১৮), পিতা-মৃত সৈয়দ সরদার, সাং-শশিদল, পশ্চিমপাড়া, হাসন গাজীর বাড়ী, থানা-বি-পাড়া, জেলা-কুমিল্লা কে গ্রেফতার করেন। এই সংক্রান্তে ডবলমুরিং মডেল থানায় মাদক দ্রব্য আইনের সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। অপর এক অভিযানে অদ্য ২৮-০২-২০১২ ইং তারিখ ১৪.৩০ ঘটিকার পুলিশ পরিদর্শক জনাব আমিনুল ইসলাম, পুলিশ পরিদর্শক জনাব মোস্তফা মঞ্জুর মাহমুদ, পুলিশ পরিদর্শক জনাব শামছুল ইসলাম গনের নেতৃত্বে এসআই/মোঃ নুরুজ্জামান, এএসআই/২৯৬০ মোঃ আজহারুল ইসলাম এএসআই/রিপন সরকার, এএসআই/সুব্রত বাড়ই সঙ্গীয় ফোর্সসহ নগরীর কোতোয়ালী থানাধীন পাথরঘাটা ১৩/১৪ মিরিন্ডা লেইন, নিউস্টার ব্যান্ডপার্টি দোকানের পিছনে ১নং রুমের ভিতর অভিযান চালিয়ে মদ বিক্রয় অবস্থায়  আসামী ১) জাহাঙ্গীর আলম(৫৮), পিতা-মৃত বদিউর রহমান, সাং-১৩/১৪ মিরিন্ডা লেইন, পাথর ঘাটা, থানা-কোতোয়ালী, চট্টগ্রাম, ২) বিষ্ণ পদ ধর(৫৫), পিতা-মৃত নিরোদ বরণ ধর, সাং-খিরাম, থানা-ফটিকছড়ি, জেলা-চট্টগ্রাম বর্তমানে ২৭ নং হকার্স মার্কেট, সেন্টু টেইলার্স, থানা-কোতোয়ালী, চট্টগ্রাম, ৩) সম্ভু দে(৫৬), পিতা-মৃত বিনোদ বিহারী দে, সাং-ইছাখালী, পোঃ মালঘর, থানা-আনোয়ারা, জেলা-চট্টগ্রাম বর্তমানে চাক্তাই ভাঙ্গা পুলের গোড়ায়, কাজল বাবুর বিল্ডিং, ২য় তলা, চাউল পট্টি, থানা-বাকলিয়া, চট্টগ্রাম’দেরকে ৬০ লিটার দেশীয় তৈরী চোলাই মদ সহ গ্রেফতার পূর্বক অদ্য ২৮-০২-২০১২ ইং তারিখ ১৪.৩০ ঘটিকার সময় জব্দ তালিকা মূলে জব্দ করেন। ধৃত আসামীদের উপস্থিত সাক্ষীদের সম্মুখে জিজ্ঞাসাবাদে তারা মদ বিক্রয় সংক্রান্তে বৈধ কোন কাগজপত্র দেখাতে পারেনি, এমনকি সন্তোষ জনক কোন জবাবও দিতে পারেনি। ধৃত আসামীদের বিরুদ্ধে কোতোয়ালী থানায়  ১৯৯০ ইং সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ২২(গ) ধারায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। বাকলিয়া থানার এসআই/মোঃ মনির হোসেন, এসআই/শওকত হোসেন, সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে বাকলিয়া থানাধীন কালামিয়া বাজার শাহীন হোটেলের সামনে শাহ ইয়াবা ট্যাবলেট বিক্রয়কালে আসামী রেজাউল করিম@রিদোয়ান(২৩), পিতা-আব্দুল সুলতান, সাং-হারিয়াখালী, ৩নং ওয়ার্ড, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজারকে ৬০০ পিস লাল রঙের ইয়াবা ট্যাবলেট যার অনুমান মূল্য ১,৪০,০০০/- টাকা হবে এবং ইয়াবা বিক্রয়লব্ধ ৮০০/- টাকা সহ গ্রেফতার করে। এই সংক্রান্তে বাকলিয়া থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) এর টেবিল ৯(খ) নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
Ruby