শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী, ২০১২

উদ্বোধনের এক বছর পরেও চালু হয়নি বকশীগঞ্জ মহিলা মার্কেট

আবদুল লতিফ লায়ন,বকশীগঞ্জ(জামালপুর) :: মন্ত্রী কর্তৃক উদ্ভোধন ও কাজ সমাপ্তির এক বছর পরেও প্রায় পনের লাখ টাকা ব্যায়ে শহরের প্রানকেন্দ্রে নির্মিত বকশীগঞ্জ মহিলা মার্কেটের কার্যক্রম চালু হয়নি।
জানা গেছে, এলজিইডির অধিনে বকশীগঞ্জ উপজেলার প্রানকেন্দ্রে ২০১০ সালের জুন মাসে প্রায় সাড়ে ১৫ লাখ টাকা ব্যয়ে একটি মহিলা মার্কেটের নির্মাণ কাজ শুরু  এবং শেষ হয় একই বছরের ডিসেম্বর মাসে। ৮ কক্ষ বিশিষ্ট্য অর্ধপাকা এই সরকারি মার্কেটটি বিনামূল্যে মাসিক স্বল্পভাড়ায় মহিলা ব্যবসায়ীদের নামে বরাদ্ধ দেওয়া জন্য নির্মাণ করা হয়েছে। নির্মাণ কাজ শেষ হওয়ার পর নির্মাণ প্রতিষ্ঠান দূর্গা এন্টার প্রাইজ ভবনটি উপজেলা প্রকৌশলীর কাছে বুঝিয়ে দেন। এর পর মাকের্েেটর কার্যক্রম শুরু করার জন্য তথ্য ও সংস্কৃতিমন্ত্রী আলহাজ আবুল কালাম আজাদ ২০১১ সালের ১৫ জুলাই আনুষ্ঠানিকভাবে মহিলা মার্কেটের উদ্ভোধন করেন। কিন্তু অজ্ঞাত কারনে মন্ত্রী কর্তৃক উদ্ভোধনের ৬ মাস পরেও বকশীগঞ্জ মহিলা মার্কেটের কার্যক্রম শুরু হয়নি। ফলে বকশীগঞ্জের মহিলা ব্যবসায়ীরা তাদের ব্যবসার র্কাক্রম চালু করতে পারছেনা। এব্যাপারে বকশীগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান ফখরুজ্জামান মতিন জানান, মার্কেটি আনুষ্ঠানিকভাবে উদ্ভোধন হলেও উদ্ভোধনের প্রায় ৬ মাস পরে ইউনিয়ন পরিষদের কাছে হস্তান্তর করা হয়েছে। তাই বরাদ্ধ দেওয়া সম্ভব হয়নি। ফলে মার্কেটিও চালু করাও  সম্ভব হয়নি। 
Ruby