মঙ্গলবার, ৬ মার্চ, ২০১২

রানীনগরে নলকূপের পানি খেতে গিয়ে ইঞ্জিনের চাকায় ওড়না পেঁচিয়ে মহিলার মৃত্যু

মোঃ আককাস আলী, নওগাঁ প্রতিনিধি :: পানি পান করতে গিয়ে গভীর নলকূপের ইঞ্জিনের চাকায় ওড়না ও চুল পেঁচিয়ে সুলেখা বিবি ওরফে সুখি (৪৫) নামের এক মহিলার মৃত্যু হয়েছে। গতকাল দুপুরে ঘটনাটি ঘটেছে রাণীনগর উপজেলার মিরাট ইউপির ধনপাড়া গ্রামে। এলাকাবাসী জানান, দুপুর পৌনে ১টায় ধনপাড়া গ্রামের সলিম উদ্দিনের স্ত্রী সুলেখা বিবি ওরফে সুখি পানির তৃষ্ণা মেটাতে গ্রাম সংলগ্ন মোল্লাপাড়া মাঠে একটি গভীর নলকূপে যায়। উপুড় হয়ে পানি পানের সময় ইঞ্জিনের ফ্যানের সঙ্গে গায়ের ওড়না ও চুল পেঁচিয়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।
Ruby