মঙ্গলবার, ৬ মার্চ, ২০১২

চট্টগ্রামের উন্নয়নে চিটাগাং চেম্বারের প্রতি ৬ দফা প্রস্তাবনা পেশঃ মঈন উদ্দীন খান বাদল এমপি’র ২০তম সিআইটিএফ’১২ পরিদর্শন

জীবন কৃষ্ণদেবনাথ, চট্টগ্রাম ব্যুরো ঃ ০৪ মার্চ রোববার সন্ধ্যায় চট্টগ্রাম-৭ আসনের সংসদ সদস্য, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন এবং সরকারী আয়-ব্যয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মঈন উদ্দীন খান বাদল দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি আয়োজিত ২০তম চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলা-২০১২ পরিদর্শন করেন। মেলা পরিদর্শনকালে তিনি চিটাগাং চেম্বার আয়োজিত বেসরকারী খাতে বৃহত্তম এই ইভেন্ট আয়োজনে চিটাগাং চেম্বারের প্রশংসা ও সার্বিক সাফল্য কামনা করেন। এছাড়া মেলা প্রাঙ্গনে চেম্বার নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে চট্টগ্রামে চট্টগ্রাম বন্দর বঙ্গবন্ধু মেমোরিয়াল মেডিকেল সিটি স্থাপন, কর্ণফুলী নদীর তলদেশে টানেল নির্মাণ, চট্টগ্রাম বিমান বন্দর হতে মীরসরাই পর্যন্ত বাঁধ দিয়ে তার উপর ৮ লেন বিশিষ্ট রাস্তা নির্মাণ, চট্টগ্রাম থেকে নাজিরহাট হয়ে রামগড় পর্যন্ত ২৮ কি.মি. ও চট্টগ্রাম হতে কক্সবাজার পর্যন্ত রেল লাইন সম্প্রসারণসহ ৬ দফা দাবী বাস্তবায়ন জোরদার করার জন্য চিটাগাং চেম্বারের প্রতি প্রস্তাবনা উপস্থাপন করেন । চিটাগাং চেম্বার সভাপতি মোরশেদ মুরাদ ইব্রাহিম অতিথিকে পোলোগ্রাউন্ড মেলা প্রাঙ্গনে স্বাগতঃ জানিয়ে বলেন-চিটাগাং চেম্বার সর্বদা অত্র অঞ্চলের ব্যবসা-বাণিজ্যের উন্নয়নে কাজ করে এবং সিআইটিএফ আয়োজন এরই একটি অংশ যা দেশীয় শিল্পের বিকাশকে সহায়তা ও ত্বরান্বিত করে। চেম্বার সিনিয়র সহ-সভাপতি মাহবুবুল আলম ব্যবসায়ীদের সুবিধার্থে চট্টগ্রাম-ব্যাংকক সরাসরি ফ্লাইট পরিচালনার উপর গুরুত্বারোপ করেন। এ সময় চেম্বার সহ-সভাপতি ও মেলা কমিটির চেয়ারম্যান মোঃ নুরুন নেওয়াজ সেলিম, চেম্বার পরিচালক ও মেলা কমিটির কো-চেয়ারম্যান আশিক ভূঁইয়া ও মোরশেদ আরিফ চৌধুরী, পরিচালকবৃন্দ মাহফুজুল হক শাহ, ছৈয়দ ছগীর আহমদ, জহিরুল ইসলাম চৌধুরী (আলমগীর), মোঃ শাহিন আলম, মোঃ অহীদ সিরাজ চৌধুরী (স্বপন),       মোঃ জহুরুল আলম ও আফসার হাসান চৌধুরী (জসিম) উপস্থিত ছিলেন।
Ruby