শনিবার, ২৪ মার্চ, ২০১২

বাঘায় ছাত্রদল নেতাকে চুরি মামলায় আদালতে সোপর্দ

আড়ানী প্রতিনিধি :: রাজশাহীর বাঘায় এক ছাত্রদল নেতাকে মোটরসাইকেল চুরি মামলায় আদালতের মাধ্যমে জেল হাজতে সোপর্দ করেছে পুলিশ। তবে পুলিশ ওই নেতাকে বেধকড় মারপিট করেছে বলে অভিযোগ করেন তার পরিবার।

ওই ছাত্রদল নেতার চাচা বিএনপি নেতা আব্দুস সামাদ জানান, শুক্রবার রাতে উপজেলা ছাত্রদল সাবেক সভাপতি শাহবাজ আলীকে পুলিশ উত্তর গাওপাড়া গ্রামের তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে কোন অভিযোগ ছাড়াই। তবে পুলিশ বাজুবাঘা গ্রামের ব্যবসায়ী কামলা হোসেনের বাড়ি থেকে সম্প্রতি মোটরসাইকেল চুরি হওয়া মামলায় তাকে জেল-হাজতে প্রেরণ করেন। তবে যে মামলায় তাকে আটক করা হয়েছে ওই মামলার বাদি ব্যবসায়ী কামাল হোসেন বলেন, তার বিরুদ্ধে আমার কোন অভিযোগ নাই। পুলিশ কি কারণে আটক করেছে তাও আমার জানা নেই।

তবে মারপিট করার ঘটনা অস্বীকার করে থানা অফিসার ইনচার্জ (ওসি) আলী আহম্মেদ হাশমী বলেন, ওই ছাত্রনেতা এলাকায প্রেসি শক্তি প্রয়োগ ও চোর সিন্ডিকেরে সাথে জড়িত আছে মর্মে গোপন তথ্যের ভিক্তিতে তাকে আটক করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ হয়েছে।

 
Ruby