skip to main |
skip to sidebar
আরো ৩টি সার কারখানা নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে আরো তিনটি সার কারখানা করার কথা ঘোষনা করেছেন । বেশ কয়েকটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন এবং বিকেলে ১৪ দলের মহাসমাবেশে যোগ দিতে প্রধানমন্ত্রী সকালে সিলেটে সফরে যান। ফেঞ্চুগঞ্জ সার কারখানা মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, শাহজালাল সার কারখানা থেকে প্রতিদিন এক হাজার ৭৬০ টন হিসাবে বছরে পাঁচ লাখ ৮১ হাজার টন সার উৎপাদন হবে। বর্তমানে দেশে ছয়টি সার কারখানা রয়েছে। এর সবগুলোই পুরানো হয়ে গেছে, উৎপাদন ক্ষমতাও হ্রাস পেয়েছে। তাই চাহিদা মেটানোর জন্য বৈদেশিক মুদ্রা খরচ করে বিদেশ থেকে প্রতি বছর ১৫ থেকে ২০ লাখ টন সার আমদানি করতে হয়। এই কারখানা চালু হলে প্রায় ছয় লাখ টন সার আমদানি কমবে। দেশে আরো তিনটি সার কারখানা করা হবে। চীন সরকারের সহযোগিতায় প্রায় তিন হাজার ৯৮৬ কোটি টাকা বিদেশি ঋণসহ মোট পাঁচ হাজার ৪০৯ কোটি টাকা ব্যয়ে এই প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।