জ্যোতি, গাবতলী ও সোনাতলা (বগুড়া) প্রতিনিধি :: গত রোববার বগুড়ার সৈয়দ আহম্মদ কলেজ এলাকার শিহিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক সুখানপুকুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালাহ উদ্দিন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব নজবুল হক, সুপ্রিম কোর্টের আইনজীবি ও বিশিষ্ট শিক্ষানুরাগী ব্যাক্তি ড. হালিম-উল হক লিটন, সুখানপুকুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল হক টুল্লু, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক আবু হোরায়ইরা ইকবাল, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বক্কর সিদ্দিক, আব্দুল মান্নান, আব্দুল হাই নারেজ, সোনাতলা প্রেস ক্লাবের সাধারন সম্পাদক বদিউদ-জ্জামান মুকুল, সোনালী ব্যাংক কর্মকর্তা আজাহার আলী প্রমুখ। শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
