সোমবার, ১২ মার্চ, ২০১২

তামাকজাত দ্রব্যের ব্যবহার নিয়ন্ত্রণে সচেতনতা বাড়াতে হবে-------- এমপি’ ইসরাফিল আলম

মোঃ আককাস আলী, নওগাঁ প্রতিনিধি ::  জাতীয় সংসদের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি সভাপতি নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের এমপি’ বলেছেন, তামাকজাত দ্রব্যের ব্যবহার নিয়ন্ত্রণে বিভিন্নভাবে আমাদের সচেতনতা বাড়াতে হবে। এজন্য ব্যপক প্রচার কাজে অংশ নেয়ার জন্য সংশি¬ষ্ট সকল মহলকে আহ্বান জানান, রবিবার সকালে তিনি তার নির্বাচনী এলাকা রাণীনগর উপজেলা পরিষদ মিলনায়তনে বেসরকারী সংস্থা আশ্রয় সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে আয়োজিত তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনের দাবীতে এক এ্যাডভোকেসী সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য দানকালে কথাগুলো বলেন। উপজেলা নির্বাহী অফিসার অতিন কুমার কুন্ডু এতে সভাপতিত্ব করেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ শহিদুল¬াহ, আশ্রয় সমাজ কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক আলো দাশ, এসিডির প্রেগ্রাম অফিসার পারভেজ আহম্মেদ পপেল প্রমুখ। এছাড়া উপজেলা চেয়ারম্যান আনোয়ার হোসেন হেলাল, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা বেগম, থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মফিজ উদ্দীন প্রমুখ এতে উপস্থিত ছিলেন। 

নওগাঁয় অগ্নিকান্ডে দোকান ভূষ্মিভূত : ৬ লক্ষ টাকা ক্ষয়ক্ষতি!

মোঃ আককাস আলী, নওগাঁ প্রতিনিধি :: নওগাঁর মহাদেবপুরে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে  আগুন লেগে ৬ লক্ষ টাকার মালামাল পুড়ে ভূষ্মিভূত হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে,রোববার গভীর রাতে উপজেলার হাট-চকগৌরী খান সুপার মার্কেটে মুদি ব্যবসায়ী নুকুল চন্দ্র পাল এর দোকানে। নুকুল চন্দ্র পাল জানান, প্রতিদিনের ন্যায় দোকান ঘর বন্ধ করে বাড়ী ফিরলে রাত আনুমানিক ০১ টার দিকে মোবাইল ফোনে জানতে পারে তার দোকানে আগুন লেগেছে। সংবাদ পেয়ে ঘটনা স্থলে পৌঁছে ফায়ার সার্ভিস ষ্টেশনে ফোন করে স্থানীয় লোকজন নিয়ে আগুন নিভানোর চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিয়ন্ত্রনে আনলেও দোকানের সব মালামাল পুড়ে ভূষ্মিভূত হয়েগেছে।#
Ruby