মোঃ আককাস আলী, নওগাঁ প্রতিনিধি :: নওগাঁর মহাদেবপুর সদর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের উন্নয়ন প্রকল্প বিষয়ে বাজেট সংক্রান্ত এক সভা গতকাল সোমবার বিকেলে সদরের খোশালপুর প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের এমপি আলহাজ্ব ড. আকরাম হোসেন চৌধুরী। সংশ্লিষ্ট ওয়ার্ড সদস্য আব্দুল লতিফের সভাপতিত্বে অনুষ্ঠিত এ বাজেট সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁর অতিরিক্ত জেলা প্রশাসক তাহমিদুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হেমায়েত উদ্দিন, কৃষি কর্মকর্তা শাহদুজ্জামান, এলজিইডির প্রকৌশলী মকবুল হোসেন, এমপি পতœী মাহফুজা আকরাম চৌধুরী মায়া, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা বিশ্বাস, উপজেলা আওয়ামীলীগ সভাপতি শামসুদ্দিন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম নূরানী আলাল প্রমুখ।
