সোমবার, ১২ মার্চ, ২০১২

নাটোরে যাত্রা জুয়া বন্ধের মামলা করে বাদী প্রাণ যায় যায় অবস্থা

আকতার হোসেন অপূর্ব, নাটোর প্রতিনিধি :: নাটোরের বাগাতিপাড়ায় পরীক্ষার সময় জনবসতিপূর্ন এলাকায় যাত্রা জুয়া ও হাউজি খেলার বন্ধ করার জন্য আদালতে মামলা করে মামলার বাদী বাগাতিপাড়া পৌরসভার কাউন্সিলর আয়েজ উদ্দিন মহাবিপাকে পড়েছে। যাত্রার আয়োজক ক্ষমতাসীন মহাজোটের লোকজন তাকে প্রকাশ্যে হত্যা করার হুমকি দিয়েছে। অন্যরা আবার তাকো ডাকাতি, হত্যা, ছিনতাই বা ধর্ষন মামলার আসামী বানিয়ে শায়েস্তা করার ঘোষনা দিয়েছেন। এ ঘটনায় বাগাতিপাড়া থানায় জিডি করতে গেলেও পুলিশ তিনবার নির্বাচিত এই জনপ্রতিনিধিকে আড়াই ঘন্টা থানায় বসিয়ে রেখে জিডি গ্রহন না করে ফেরত দিয়েছেন।
    এলাকাবাসী জানায়, দীর্ঘ দিন থেকে বাগাতিপাড়া উপজেলার সাতটি স্থানে যাত্রা, জুয়া, হাউজি ও অশ্লীল নাচগান চলছে। এসএসসি এবং এইচএসসি পরীক্ষার সময় উপজেলার বিহারকোল বাজারে ক্ষমতাসীন দলের লোকজন আনন্দ মেলার নামে যাত্রা জুয়া ও হাউজির আয়োজন করে। গত মঙ্গলবার বাগাতিপাড়া পৌরসভার ৮নং ওয়ার্ডের কাউন্সিলর আয়েজ উদ্দিন বাদী হয়ে জনবসতিপূর্ন এলাকায় যাত্রা জুয়া ও হাউজি খেলার বন্ধ করার জন্য একটি চিরস্থায়ী নিষেধাজ্ঞার মামলা দায়ের করেন। মামলায় নাটোরের জেলা প্রশাসক, বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ দশ জনকে বিবাদী করা হয়। মামলায় অভিযোগ করা হয়, বিবাদীরা পরস্পর যোগসাজসে বিহারকোল বাজারে আনন্দ মেলার নামে যাত্রা জুয়া ও হাউজির আয়োজন করেছে। এতে এলাকার দরিদ্র মানুষ ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা চরমভাবে ক্ষতিগ্রস্ত হবে। আদালত মামলাটি গ্রহণ করেন এবং  বিহারকোল বাজারে যাত্রা জুয়া ও হাউজি খেলার ওপর অস্থায়ী নিষেধাজ্ঞা আরোপ করেন। একই সঙ্গে বিবাদীদেরকে পাঁচ দিনের মধ্যে কারণদর্শাতে বলা হয়। আগামি ১৫ এপ্রিল মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়। যাত্রা কমিটির সভাপতি আঃ মতিন বলেন, স্থানীয় নবারুন ক্রীড়া চক্র মেলার আয়োজন করেছে। এখানে অশ্লীল নাচ গান চালানোর কোন সিন্ধান্ত ছিলো না। তারপরও আদালতের মাধ্যমে এটা বন্ধ করে দেয়া হয়েছে।
    বাদী আয়েজ উদ্দিন বলেন, আমার নির্বাচনী এলাকায় বাগাতিপাড়া উপজেলা পরিষদ ও পৌরসভাসহ ১০টি গুরুত্বপূর্ন শিক্ষা প্রতিষ্ঠান ও আবাসিক এলাকা রয়েছে। তিনবার নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে সবার অনুরোধে যাত্রা জুয়া বন্ধের জন্য বাদী হয়ে আমি আদালতে মামলা করেছিলেন। সবার ভালো করতে গিয়ে এখন আমার প্রাণ যায় যায় অবস্থা। বিষয়টি নিয়ে থানায় জিডি করতে গিয়ে ছিলাম। থানার এস আই আরিফুল ইসলাম আমাকে আড়াই ঘন্টা থানায় বসিয়ে রেখে পরে ওসির সাথে পরামর্শ করে জিডি না নিয়ে ফেরত দিয়েছেন।
    এ ব্যাপারে বাগাতিপাড়া থানার এস আই আরিফুল ইসলাম বলেছেন, বাদী আয়েজ উদ্দিনের জিডির কপিতে স্বাক্ষীর নাম উল্লেখ করে নতুন ভাবে লিখে আনতে বলা হয়েছে। স্বাক্ষীর নাম উল্লেখ না থাকায় জিডি নেয়া সম্ভব হয়নি।


মহাসমাবেশে যোগ দিতে না দেয়ায়
নাটোরে জামায়াতের বিক্ষোভ মিছিল সমাবেশ
 
আকতার হোসেন অপূর্ব নাটোর প্রতিনিধি :: ঢাকার মহাসমাবেশে যোগ দিতে না দেয়ায় নাটোরের গুরুদাসপুর উপজেলা জামায়াতে ইসলামী সোমবার বিকেলে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে। থানা আমীর আব্দুল খালেকের নেতৃত্বে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা মিছিল সমাবেশে অংশ নেন। পরে স্থানীয় চৈতালী হাটায় সমাবেশে বক্তব্য রাখেন থানা আমীর আব্দুল খালেকসহ উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ। বক্তারা ঢাকার মহাসমাবেশে বিরোধী দলের লোকজনকে যেতে না দেয়ার জন্য সরকার যে ভাবে বাস, ট্রেন ও লঞ্চ বন্ধ রাখে তার সমালোচনা করেন।
Ruby