প্রেস বিজ্ঞপ্তি :: চারদলীয় ঐক্যজোটের ১২মার্চ ঢাকায় মহাসমাবেশে যোগদানে বাধা দেওয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী চারঘাট উপজেলা আমীর অধ্যক্ষ নাজমুল হক এবং সেক্রেটারী অধ্যপক মোঃ কামারুজ্জামান গতকাল ১২মার্চ সোমবার এক যুক্ত বিবৃতি প্রদান করেন। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন , পূর্বঘোষিত কর্মসুচী “চলো চলো ঢাকা চলো” এবং ঢাকার মহাসমাবেশ সফল করার জন্য সারাদেশে যখন ব্যপক প্রস্তুতি চলছে, জনগন এ কর্মসুচীকে সমর্থন করছে, এমতাবস্তায় এ কর্মসুচী বানচালের জন্য সারাদেশে নেতা-কর্মীদের গনগ্রেফতারসহ নানামুখী ষড়যন্ত্রে লিপ্ত হয়। এরই ধারাবাহিকতায় চারঘাট উপজেলার নেতা-কর্মীরা মহাসমাবেশে যোগদানে নানামুখী বাধার সম্মূখীন হয। আমরা এ ধরনের ষড়যন্ত্রের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। বিবৃতে তারা আরো বলেন, ইতিমধ্যে নির্দলীয় ও নিরোপেক্ষ তত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন পুনর্বহালের দাবী গনদাবীতে পরিনত হয়েছে। অবিলম্বে এদাবী মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি জোর দাবী জানাচ্ছি।
