জীবন কৃষ্ণদেবনাথ, চট্টগ্রাম ব্যুরো :: চট্টগ্রামের একটি মর্মান্তিক র্দুঘটনায় ৩য় তলা ভবনের ছাদ থেকে পড়ে হাসপাতালে ডাক্তারের চিৎকার অবহেলায় মৃত্যু প্রহর গুনছে ৫ বছরের রিমু আক্তার রিমু। ঘটনার বিবরণে জানা যায় যে, চট্টগ্রাম জেলার এক দরিদ্র পিতার শিশু কন্যা গত ১৬ ই ফেব্র“য়ারী শহরের ভাড়া বাসা চৌতন্য গলির এডভোকেট মঞ্জুর আলমের বাস ভবনের ৩য় তলার বাসার ছাদ থেকে খেলতে গিয়ে পা খসকে নিচে পড়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে রিমু। অন্যদিকে যেখানে বাংলাদেশ মানবাধীকার কমিশনের চেয়ারম্যান জনাব মিজানুর রহমান বিভিন্ন র্দুগতদের মাঝে সমাজের র্দুদিনে তিনি ঝাপিয়ে পড়েন অথচ সেই মিজানুর রহমানের ব্যক্তিও বাচাঁতে পারে অসহায় রিমুর প্রাণ। রিমুর পিতা আসলাম মিয়া (মানিক) ভ্রাম্যমান হকার। আর্থিক অবস্থা দুর্বলতার কারণে রিমুকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ৫ম তলায় ২৮ নং ওয়ার্ডে সিট নং বি-৩৭ এ ভর্তি করানো হলেও হাসপাতালের কর্তব্যরত ডাক্তারদের চাহিদা মাফিক খরচ পাতি না দেওয়ার কারণে ডাক্তার মোহাম্মদ জাহিদ হোসেন রিমুকে সিট থেকে নামিয়ে দেওয়ার কারণে বর্তমানে রিমুর শারিরিক অবস্থা অত্যন্ত আশংক্ষাজনক বলে জানা যায়। এদিকে হাসপাতাল থেকে নামিয়ে দেওয়ায় রিমুর পিতা মাতা তাদের একমাত্র আদরের কন্যা সন্তান রিমুকে বাচাঁতে দেশ ও দেশের বাহিরে বৃত্তবানদের আর্থিক সহযোগিতা কামনা করেছেন। এব্যাপারে ডাক্তাররা জানান রিমুকে বাচাঁতে হলে কমপক্ষে ১০-১৫ লক্ষ টাকা প্রয়োজন। হায়রে মানবতা যে দেশে বসবাস করি আমরা তার নাম বাংলাদেশ ।১৯৭১ সালে সাড়ে ৭ কোটি বাঙালির নরনারীর আত্মারবিনিময়ে আমরা পেয়েছি স্বাধীন একটি লাল-সবুজের পতাকা। আর সেই সবুজ পতাকার তলেই আজ যেতে চলেছে একটি প্রাণ । ১৬ কোটি মানুষের মাঝে এমনকি কেউ নেই যার অর্থের বিনিময়ে বাচঁতে পারে সুন্দর এই পৃথিবীতে এক নিষ্পাপ রিমুর প্রাণ। একদিকে আদরের শিশু কন্যা অন্যদিকে টাকা সবমিলিয়ে রিমুর পরিবার এখন বৃত্তবান ও সমাজ প্রতিদের দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছে। রিমুকে বাচাঁতে তার পরিবারের একান্ত আবেদন সরকারি আর্থিক সাহায্য ও বৃত্তবানদের প্রতি রিমুকে বাচাঁতে এগিয়ে আসুন। রিমুর জীবন বাচাঁতে যোগাযোগ করুন মোহাম্মদ ইয়াছিন ডাচ- বাংলা ব্যাংক আগ্রাবাদ চট্টগ্রাম সঞ্চয় হিসাব নং = ১০২১০১ ২২২৬১ রিমুর পিতার মোবাইল নাম্বার- ০১৯৩৮৩১৫৪৮০, ০১৬৭০৩৮৫০৪১ অথবা আমাদের চট্টগ্রাম ব্যুরো প্রধান জীবন কৃষ্ণদেবনাথ এর সাথে যোগাযোগ করতে অনুরোধ করা যাচ্ছে। মোবাইল- ০১৮১৩৫৫০৯৭০, ০১৮২৬৫৮৬৮৯৯।

