মঙ্গলবার, ২৭ মার্চ, ২০১২

মহাদেবপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ছিঁড়ে টুকরো টুকরো করার ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছেন মুক্তিযোদ্ধারা

মোঃ আককাস আলী, নওগাঁ প্রতিনিধি :: নওগাঁর মহাদেবপুরে ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে সদরের গুরুত্বপূর্ণ স্থানে টাঙ্গানো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সম্বলিত একাধিক রঙ্গিন ডিজিটাল ব্যানার ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলার ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছেন বীর মুক্তিযোদ্ধারা। এরকম ন্যাক্কারজনক ঘটনার হোতাদের স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ এবং সচেতন মানুষ দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করে এর তীব্র নিন্দা জানিয়েছেন। এদিকে ঘটনার হোতারা এখনও চিহ্নিত না হওয়ায় বিস্মিত হয়েছেন স্থানীয় সচেতন মহল। খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও চেরাগপুর ইউপি চেয়ারম্যান ছলিম উদ্দিন তরফদার সেলিম ২৬ মার্চ উপলক্ষ্যে উপজেলা সদরের বাসষ্ট্যান্ড, মাছ চত্বর ও পোষ্ট অফিস মোড়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বঙ্গবন্ধু এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সম্বলিত বৃহৎ বৃহৎ রঙ্গিন ডিজিটাল ব্যানার ২৫ মার্চ টাঙ্গিয়ে দেন। এব্যাপারে ছলিম উদ্দিন তরফদার জানান, হিংসাক্ত মূলক ভাবে একটি দলীয় চক্র গায়ের জোড়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি রাতে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলে দেয়। জেলা আওয়ামীগ সহসভাপতি ময়নুল ইসলাম ময়েন, উপজেলা আওয়ামীলীগ সহসভাপতি মঞ্জুর আলম মঞ্জু এবং অন্যান্য নেতৃবৃন্দ এ ঘটনার হোতাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন। এদিকে এ ঘটনার প্রতিবাদ ও দোষীদের শাস্তি দাবীতে ২৬ মার্চ সকালে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে বীর মুক্তিযোদ্ধারা অবস্থান কর্মসূচী পালন করেন। এব্যাপারে ২৭ মার্চ মহাদেবপুর থানায় একটি জিডি এন্ট্রটি করেন থানা আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান ধলু। যার নং-১১১২ #

রাকাব মহাদেবপুর শাখায় আমানত সংগ্রহ
 ও খেলাপী ঋণ আদায়ের মবিলাইজেশন অনুষ্ঠিত

মোঃ আককাস আলী, নওগাঁ প্রতিনিধি :: রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক নওগাঁর মহাদেবপুর শাখায় আমানত সংগ্রহ এবং খেলাপী ঋণ আদায় মবিলাইজেশন গতকাল (মঙ্গলবার) সংশ্লিষ্ট ব্যাংক ভবনে অনুষ্ঠিত হয়। এ সময় ৫ কোটি টাকা আমানত সংগ্রহ এবং ২১ লাখ ১২ হাজার টাকা খেলাপী ঋণ আদায় হয়। এ উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাকাবের রাজশাহী বিভাগের মহাব্যবস্থাপক আব্দুল খালেক খান। মহাদেবপুর ইউএনও আখতারুজ্জামান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে  রাকাবের নওগাঁ জোনাল ব্যবস্থাপক মিঃ তপন কুমার সাহা, জোনাল নিরীক্ষা কর্মকর্তা আব্দুল ওয়াহেদ, থানার অফিসার ইনচার্জ মাহমুদুল আলম, মহাদেবপুর শাখা ব্যবস্থাপক মিঃ হরিপদ মহান্ত, উত্তরগ্রাম শাখা ব্যবস্থাপক আজাহার আলী, হাটচকগৌরী শাখা ব্যবস্থাপক মোঃ হাফিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
Ruby