মঙ্গলবার, ২৭ মার্চ, ২০১২

নওগাঁয় স্বাস্থ্যসেবা ক্লিনিকে হামলা,লুটপাট ডাক্তার আহত জরিত থাকার অভিযোগে ইউপি সদস্য আটক

মোঃ আককাস আলী, নওগাঁ প্রতিনিধি :: নওগাঁয় চাঁদার দাবিতে ক্লিনিকে হামলা,ভাংচুর,লুটপাট ও মহিলা ডাক্তারকে শি¬তাহানীওমারপিট করে একটি স্বাস্থ্যসেবা সেন্টারে তালা ঝুলিয়ে দিয়েছে সন্ত্রাসীরা।এঘটনায় জরিত থাকার অভিযোগে পুলিশ স্থানিয় এক ইউপি সদস্যকে আটক করেছে।এঘটনাটি ঘটেছে সোমবার জেলার মহাদেবপুর উপজেলার নওহাটা পুলিশ ফাঁড়ি এলাকার ভীমপুর ইউপির সরস্বতীপুর বাজারে ছায়াগ্রাম স্বাস্থ্যসেবা সেন্টারে।
ছায়া গ্রাম স্বাস্থ্যসেবা সেন্টারের ডাক্তার জান্নাতুস সালমা রশীদ জানান,স্থানিয় ইউপি সদস্য সরস্বতীপুর গ্রামের আঃরশিদ এর দুই পুত্র রউফ(২৮)ওসউফ(২৫)তুচ্ছ ঘঁটনাকে কেন্দ্র করে চাঁদার দাবি করে আমার কাছে।আমি চাঁদা দিতে অশ্বিকার করলে ঘটঁনার দিন সোমবার সকালেওদুপুরে এসে হুমকি দিতে থাকে এবং বিকালে রউফ,সউফ ও তাদের পিতা আঃরশিদ সহ অজ্ঞাত ৪/৫জন ব্যাক্তি ছায়াগ্রাম স্বাস্থ্য সেবা সেন্টারে এসে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট শুরু করে।এসময় ডাক্তার ও কর্মচারিরা বাঁধাদিতে এগিয়ে আসলে তাদেরকে মারপিট করে এতে ডাঃজান্নাতুস সালমা রশীদএর বাম পা ভেঙ্গে যায় বলেও তিনি জানান।একপর্যায়ে হামলা কারীরা নগদ দের লাখ টাকাওদুই মহিলা ডাক্তারের স্বর্ণলংকার চিনিয়ে নিয়ে যায় বলেও জানান তিনি।এসময় খবর পেয়ে নওহাটা ফাঁড়ি পুলিশ দ্রত ঘটঁনাস্থলে পৌছলে পুলিশের উপস্থিতি টের পেয়ে রউফ ও সউফ সহ অজ্ঞাত সন্ত্রাসীরা পালিয়ে যায় এক পর্যায়ে ঘঁটনার সাথে জরিত থাকার অভিযোগে নওহাটা ফাঁড়ি পুলিশ স্থানিয় ইউনিয়ন পরিষদের সদস্য আঃরশিদকে সন্ধায় আটক করেছে।এব্যাপারে নওহাটা পুলিশ ফাঁড়ি ইনচার্জ এস,আই মোকছেদুর রহমান ইউপি সদস্য রশিদ কে আটকের কথাটি শিকার করে জানান,এঘটনায় মহাদেবপুর থানায় মামলা দায়ের হয়েছে এবং অপর আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে তিনি জানান।অপরদিকে সন্ত্রাসী কায়দায় হামলার এঘটনাটি ডাক্তারদের চাপচৃষ্টি করে মিমাংসার জোর চেষ্টা চালাচ্ছে একটি প্রভাবশালী মহল বলে ডাক্তাররা জানিয়েছেন।
Ruby